Advertisement
Advertisement

Breaking News

Kolkata Municipality

উদ্যোগী কলকাতা পুরসভা, বাইপাসের স্বাস্থ্য পরীক্ষা করবে খড়্গপুর আইআইটি

বিমানবন্দরমুখী যানবাহনকে দ্রুত নির্বিঘ্নে পৌঁছে দিতে কলকাতা পুলিশ ও পুরসভা বিশেষ উদ্যোগ নেবে।

Initiative Kolkata Municipality, Kharagpur IIT to check health of EM bypass
Published by: Suhrid Das
  • Posted:February 23, 2025 4:30 pm
  • Updated:February 23, 2025 4:30 pm  

স্টাফ রিপোর্টার: বাইপাসের স্বাস্থ্য পরীক্ষা করবে খড়্গপুর আইআইটি। উল্টোডাঙা থেকে দক্ষিণে কামালগাজির প্রায় ৩২ কিলোমিটার টানা বাইপাস। এই বাইপাস যতটা ব্যস্ত, ঠিক ততটাই দুর্ঘটনাপ্রবণ। গোটা বাইপাস কলকাতা পুরসভার নিয়ন্ত্রণে। তৈরি করেছিল পুরসভার রোড বিভাগ। কিন্তু এত ব্যস্ত রাস্তার কোন কোন অংশ দুর্ঘটনাপ্রবণ জানে না কলকাতা পুরসভা। তেমনই অজানা কলকাতা পুরসভার কাছেও। তাই উল্টোডাঙা থেকে কামালগাজি এলাকা পর্যন্ত দীর্ঘ রাস্তার ব্ল‍্যাক স্পট খুঁজে বের করতে আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ভার্গব মৈত্রর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে পুরসভার রোড বিভাগ। তৈরি হয়েছে একটি চুক্তি।

কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, “উল্টোডাঙা থেকে কামালগাজি পর্যন্ত এই দীর্ঘ রাস্তায় রোজ নিয়ম করে কত দ্রুতগামী যানবাহন চলাচল করে, তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হয়েছে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ থেকে। এবার বাইপাসের অন্তত ৩২টি বিভিন্ন অংশে রাস্তার ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হবে।” তিনি আরও বলেন, “এই কাজটা করবে খড়্গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। দেখা হবে রাস্তার বহন ক্ষমতা যথেষ্ট কিনা? একইসঙ্গে দেখা হবে বাইপাসের ঢাল কতটা বেড়েছে।”

Advertisement

আধিকারিকরা মনে করছেন, রাস্তার কংক্রিট আস্তরণ কমে গেলে সামান্য বৃষ্টি হলেও দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি ট্র্যাফিক থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখে দেখা হবে, কোন কোন এলাকা দুর্ঘটনাপ্রবণ। সেই অনুযায়ী রাস্তার ঢাল এবং স্পিড কন্ট্রোল করতে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার পাশে ল্যাম্পপোস্ট খানিকটা সরিয়ে দিলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা কম হয়। পাশাপাশি সিগন্যাল সিস্টেম এবং স্পিড কন্ট্রোল যন্ত্র ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

আগামী বুধবার রাত থেকে সমীক্ষার কাজ শুরু হবে। পুরসভা সূত্রে খবর, প্রথম সমীক্ষা অভিষিক্তার সামনে থেকে শুরু হতে পারে। গাড়ির সর্বোচ্চ স্পিড ওই এলাকায় কতটা রাখতে হবে, সেটি ঠিক হবে। বিমানবন্দরমুখী যানবাহনকে দ্রুত নির্বিঘ্নে পৌঁছে দিতে কলকাতা পুলিশ ও পুরসভা বিশেষ উদ্যোগ নেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement