Advertisement
Advertisement

Breaking News

Howrah Station

মাদুরাই ট্রেনে আগুনে মৃত্যু থেকে শিক্ষা, অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে হাওড়া-শিয়ালদহে শুরু তল্লশি

হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনগুলোতে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আরপিএফ।

Indian Railways will conduct search operation to prevent fire in trains | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 20, 2023 12:01 pm
  • Updated:September 20, 2023 12:01 pm

সুব্রত বিশ্বাস: মাদুরাইতে ট্রেনে আগুন লেগে ন’জনের মৃত্যুর পর সতর্কতা জারি হল রেলে। স্টেশন, ট্রেন ও রেল চত্বরে জ্বালানো যাবে না স্টোভ, গ‌্যাসের উনুন ও আগুন। মঙ্গলবার পূর্ব রেলের বিভিন্ন স্টেশনগুলিতে আরপিএফ ও কমার্শিয়াল ইন্সপেক্টররা তল্লাশি অভিযান শুরু করেছে।

পূর্ব রেলের আরপিএফের (RPF) আইজি পরমশিব বলেন, মাদুরাইতে ট্রেনে আগুন ও মৃত্যুতে রেল বোর্ড সতর্কতা জারি করেছে। যাতে স্টেশন, ট্রেনে কোনওরকম আগুন না জ্বালানো হয়। এদিন থেকে তল্লাশি শুরু করা হয়েছে। ধরা পড়লে আইনগত ব‌্যবস্থা নেবে আরপিএফ। 

Advertisement

[আরও পড়ুন: ঝামেলার ইতি? বিয়েবাড়িতে ‘পাত্র’ শাহিনকে জড়িয়ে ধরলেন বাবর, ভাইরাল ছবি]

প্রথম দিন তল্লাশিকারীরা রেলের ভেন্ডিং স্টলগুলো পরীক্ষা করে দেখেন, আগুন বা সেই সম্পর্কিত বিষয়গুলো থেকে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে কি না। এরপর ট্রেনগুলো পরীক্ষা করা হবে। পর্যটকরা ট্রেনে আগুন বা গ্যাস জাতীয় কিছু বহন করছে কি না। বুকিং পার্সেল সামগ্রীতে লুকিয়ে দাহ্য কিছু যাচ্ছে কি না, তা পরীক্ষা করা হবে। পাশাপাশি স্টেশন চত্বর বা ট্রেনে হকাররা আগুন জ্বালিয়ে খাবার বিক্রি করছে কি না, তাও দেখা হবে। স্টেশন চত্বরগুলিতে এই বিপজ্জনক পদ্ধতিতে খাবার বিক্রি হয় বলে জানিয়েছে আরপিএফ। সতর্ক না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আরপিএফ। বিশেষত বড় স্টেশনে এই ধরনের ঝুঁকিপূর্ণ ভাবে খাবার তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। এর বিরোধিতায় অভিযান চলবে।

হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনগুলোতে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আরপিএফ। হকাররা সমস্যায় পড়লেও নীতি বিরোধিতায় নামবে না তৃণমূলের শ্রমিক সংগঠন। উত্তর হাওড়ার আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস জানিয়েছেন, “বিপজ্জনক পদ্ধতি সমর্থন করি না। তবে এই পরিস্থিতি তুলে ধরে হকারদের উপর অত্যাচারও মেনে নেওয়া যাবে না। পরিস্থিতি অনুধাবন করে ব্যবস্থা নিক প্রশাসন।”

[আরও পড়ুন: রাস্তায় ইডলি বেচছেন ‘চন্দ্রযান ৩’-এর কারিগর? জবাব দিল সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement