সুব্রত বিশ্বাস: ওয়াকফ সংশোধনী আইন হোক বা অন্য কোনও ইস্যু, প্রতিবাদের অন্যতমস সহজ উপায় রেল কিংবা সড়ক অবরোধ। গোটা দেশেই এই ছবিটা চেনা। সম্প্রতি পরপর কয়েকদিন ধরেই শিয়ালদহের নানা জায়গায় রেল অবরোধ হচ্ছে ওয়াকফ-সহ একাধিক প্রতিবাদে। লোকাল ট্রেনে মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদেও পুরুষ যাত্রীদের রেল অবরোধে নামতে দেখা গিয়েছে। তাতে আদতে সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষজনই। এবার তাই অবরোধ রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটল রেল।
অবরোধ করলেই এবার গ্রেপ্তার করা হবে অবরোধকারীদের। রেল আইনের একাধিক ধারা যুক্ত করে দেওয়া হবে তাদের নামে। যাতে সহজে জামিন না পান, সেইমতো মামলাও সাজানো হবে। দশজন যাত্রীর প্রতিবাদী এই পদক্ষেপে দশ লক্ষ যাত্রী ভুগবেন, তা হতে পারে না। শুক্রবার শিয়ালদহে ডিআরএম দীপক নিগম অবরোধকারীদের সতর্ক করে এই নির্দেশ জারি করেছেন।
শিয়ালদহ ডিভিশন জানিয়েছে, বারবার অবরোধে সাধারণ জনজীবন ও কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি বহু সময় রেল সম্পত্তি নষ্টও হয়। কয়েকজন মানুষ এই অবরোধে শামিল হন আর তাতে বাকি লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগের শিকার হন। নিত্যযাত্রীরা বহু সময় এই অবরোধের বিপক্ষে গিয়েও তা সরিয়ে দেয়। ফলে তারা সাধারণ জনজীবন বিঘ্নিত হোক চান না। এই পরিস্থিতিতে অবরোধকে ‘জনস্বার্থ বিরোধী’ বলে মনে করেছে রেল। ফলে এই অবরোধকারীদের রেল আইনের ১৭৪ ধারায় গ্রেপ্তার করা হবে। সঙ্গে সঙ্গে যাতে জামিন না পান অবরোধকারী সেজন্য আরও দু’টি – ১৫৩ ও ১৫৪ ধারা জুড়ে দেওয়া হবে এফআইআরে। যার জেরে অবরোধকারীকে দীর্ঘ সময় জেলে থাকতে হবে। সঙ্গে জরিমানাও হতে পারে কমপক্ষে দু’হাজার টাকা।
ডিআরএম নির্দেশে বলেছেন, অবরোধের সময় একেবারে ‘পিন পয়েন্ট অপারেশন’ চালাতে হবে। ভিড়ের মাঝেই নেতৃত্ব দিচ্ছেন কে বা কারা, তা চিহ্নিত করে ভিডিও তুলতে হবে আরপিএফ ও অন্য রেলকর্মীদের। এরপরেই সময়মতো গ্রেপ্তার করা হবে। সম্প্রতি শিয়ালদহের শহরতলির ট্রেনে মহিলা বগির সংখ্যা বাড়ানোতে দু’দিন ধরে একাধিক জায়গায় রেল অবরোধ করেন পুরুষ যাত্রীরা। বগি কমিয়ে দেওয়ার দাবিও তোলা হয়। যদিও রেল এনিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থেকেছে।
বৃহস্পতিবার ডিআরএম দীপক নিগম সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দে, বগি বাড়ানোর সিদ্ধান্ত একেবারে সঠিক এবং নিয়ম মেনেই তা করা হয়েছে। সুতরাং সিদ্ধান্ত বাতিল হবে না। বৃহস্পতিবার রেল রীতিমতো মহিলা টিকিট পরীক্ষকদের দিয়ে মহিলা যাত্রীদের জনমত যাচাই করে। তার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরে একেবারে আঁটঘাঁট বেঁধে অবরোধকারীদের বিরুদ্ধে নামতে চলেছে রেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.