Advertisement
Advertisement

Breaking News

Indian Railways

স্টেশন থেকে হকার সরাতে যাত্রীদেরই বিশেষ পরামর্শ রেলের! তুঙ্গে বিতর্ক

কী বার্তা দেওয়া হয়েছে যাত্রীদের উদ্দেশে?

Indian Railways ask passengers not to buy anything from hawkers | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 28, 2024 12:44 pm
  • Updated:January 28, 2024 12:44 pm

স্টাফ রিপোর্টার:  এবার স্টেশন ও ট্রেন থেকে হকার সরাতে যাত্রীদের উপরই দায়িত্ব দিল রেল। তবে যাত্রীদের উদ্দেশে এমন ‘টোটকা’ দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

কী বার্তা দেওয়া হয়েছে যাত্রীদের জন্য? রেলের মুখ‌্য জনসংযোগ বিভাগ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হকারদের থেকে খাবার এবং অন‌্য সামগ্রী কেনা থেকে বিরত থাকুন। তবে রেলের এভাবে হকার বর্জনের ডাকে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার নেত্রা স্টেশন থেকে বেশ কিছু বেআইনি স্টল ভেঙে দেয় আরপিএফ। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, রেলের বিজ্ঞপ্তি তার অজানা। তবে যাত্রী চলাচলের সুবিধার জন‌্য বেআইনি কাঠামো ভাঙবে আরপিএফ। হকার সরানো নিয়ে তাদের কাছে কোনও পদক্ষেপের নির্দেশ নেই।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করতে টাকা-গয়না নিয়ে চম্পট, ৫ দিন পর সর্ষে খেতে মিলল স্কুল ছাত্রীর নিথর দেহ]

তৃণমূলের আইএনটিটিইউসির (NTTUC) সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন কটাক্ষের সুরে বলেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তবে হকাররাই বুঝে নেবে বিষয়টি।” উল্লেখ্য, সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে বেশ কিছু স্টেশনের উন্নয়ন শুরু হয়েছে রেল। এজন‌্য হকার সরানোর কাজও শুরু হয়েছে। স্টেশন থেকে হকার ও মুটিয়া মজদুর সরানোর পরিকল্পনার বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বরে ৩১ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে তৃণমূলের শ্রমিক সংগঠন। উত্তর হাওড়ার সভাপতি অরবিন্দ দাস জানান, “স্টেশন উন্নয়নের বিরোধী আমরা নই। তবে বিকল্প ব‌্যবস্থা না করে উচ্ছেদ হলে জীবন দেবে হকাররা। তাছাড়া তাদের কাছে আর কোনও পথ খোলা থাকবে না।”

[আরও পড়ুন: ‘সমস্যা বাড়াতে চাই না’, ব্যর্থতার দায় নিয়ে বার্সেলোনার কোচের পদ ছাড়ছেন জাভি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement