ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেশের এই কঠিন সময়ে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই রয়েছি। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক (All-party meeting) পুরো দেশের কাছে খুব ভাল বার্তা দেবে। সবাই বুঝতে পারবে আমরা জওয়ানদের সঙ্গেই রয়েছি। বিপদের এই পরিস্থিতিতে সরকারকে সবরকম সহযোগিতা করব আমরা।’ আজ সর্বদল বৈঠকে এই কথাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Mamata Banerjee at all party meeting:China is not a democracy.They are a dictatorship.They can do what they feel. We,on the other hand,have to work together.India will win,China will lose. Speak with unity. Think with unity. Work with unity. We are solidly with the Govt. (source) pic.twitter.com/JQzBdDzgNv
— ANI (@ANI) June 19, 2020
এপ্রসঙ্গে তিনি বলেন, চিনকে টেলিকম সেক্টর, রেল বা বিমান সংক্রান্ত ব্যবসায় ঢুকতে দেওয়া উচিত নয়। এর ফলে আমরা হয়তো কিছু সমস্যার মধ্যে পড়ব। কিন্তু, কোনওভাবে চিনকে আমাদের দেশে ঢুকতে দেওয়া যাবে না।
এরপরই চিনকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, চিনে কোনও গণতন্ত্র নেই। সেখানে একনায়কতন্ত্র চলে। তাদের যা ইচ্ছা হয় তাই করে। সেখানে আমরা একসঙ্গে কাজ করি। তাই ভারত জিতবে আর হারবে চিন। ঐক্যের কথা বলুন, ঐক্যের কথা চিন্তা করুন, ঐক্যের সঙ্গে কাজ করুন। আমরা পুরোপুরি সরকারের সঙ্গেই রয়েছি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.