স্টাফ রিপোর্টার: বাংলার বকেয়া নায্য পাওনা টাকার দাবিতে সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুরাহা না হলে তিনি দিল্লিতেই সত্যাগ্রহে বসবেন। শনিবার আইএনটিটিইউসির প্রতিষ্ঠাদিবসের সভায় শিয়ালদহে একথা বলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। তিনি বলেন, “ইন্ডিয়া জোট সফল হবে। কিন্তু সাফল্য পেতে গেলে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে এগোতে হবে।”
তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কলকাতার রক্তদান ও জনসভা হয় শিয়ালদহে। ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh), শক্তি মণ্ডল, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা আইএনটিটিইউসি-র সভাপতি মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, অলোক দাস ছাড়াও বহু পুরপিতা ও সাংগঠনিক নেতৃত্ব। কুণাল ঘোষ বলেন, “কেন্দ্রের অপশাসনের অবসান ঘটাতে বিজেপিকে হারিয়ে বিকল্প সরকার চাই, যার নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
বাংলার প্রেক্ষাপট তুলে ধরে তৃণমূল মুখপাত্র বলেন, “একদিকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে লড়ছেন। অন্যদিকে বাংলায় এমন উন্নয়ন করছেন যা নকল করতে হচ্ছে অন্য রাজ্যকে। ফলে দেশে এখন বাংলা মডেলই চাইছেন মানুষ।” শোভনদেব ও ঋতব্রত শ্রমিককল্যাণে আইএনটিটিইউসি-র ভূমিকা ব্যাখ্যা করেন।
সুদীপ এবং কুণাল সবিস্তার জাতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। কুণাল বলেন, “যে বিজেপির সাংসদরা হাত তুলে ভোট দিয়ে গায়ের জোরে মহুয়া মৈত্রকে বহিষ্কার করলেন, তঁারা যাতে সংসদে আর না ফিরে আসতে পারেন, সেইভাবে জনমত গঠন করতে হবে। এবার রাজ্যে ৪২-এ ৪২ আসন টার্গেট করে লড়াই হবে।”
সুদীপ বলেন, “বিধানসভায় সিপিএম, কংগ্রেসকে যেমন শূন্য করা হয়েছে, তেমনই বাংলা থেকে লোকসভায় বিজেপিকে শূন্য করতে হবে।” স্বাস্থ্য শিবির, দুঃস্থদের কম্বলও বিতরণ করা হয়। স্বপন সমাদ্দার ছাড়াও ছিলেন জেলা সংগঠনের সদস্য বাপি ঘোষ। রক্ত দেন ৯৫৫ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.