Advertisement
Advertisement

Breaking News

SSKM

নামমাত্র খরচে ভিআইপি পরিষেবা ‘বাজেট হাসপাতালে’, নয়া দিশা দেখাচ্ছে SSKM

কবে থেকে পরিষেবা পাওয়া যাবে?

Improved services in new building built in SSKM under PPP model
Published by: Subhankar Patra
  • Posted:April 13, 2025 6:04 pm
  • Updated:April 13, 2025 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে এসএসকেএমের উর্ডবান ওয়ার্ড চালিয়ে দারুণ সাফল্য পেয়েছে রাজ্য সরকার। সেই আদলেই মধ্যবিত্ত ও গরিব নাগরিকের হাতের মুঠোয় উন্নত চিকিৎসা পরিষেবা দিতে এসএসকেএম হাসপাতালে তৈরি হচ্ছে ‘বাজেট হাসপাতাল’। এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা শুরু হলে কম খরচে এক ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক পরিষেবা পাবেন সাধারণ নাগরিকরা। পুজোর মধ্যেই এই ‘বাজেট হাসপাতাল’-এর নতুন ভবন উদ্বোধন করা হবে বলে খবর।

এসএসকেএমের ভিতরে তৈরি হচ্ছে দশতলা ভবনটি। চিকিৎসা পরিষেবা দিতে ধাপে ধাপে কার্যকর হবে দশতলা ভবন। সূত্র মারফত জানা গিয়েছে, মোট ১৩১টি শয্যা থাকবে। থাকবে আইসিইউ, এইচডিউ, ওটি রুম। মোট ১১০টি কেবিন থাকবে। সেই কেবিনগুলিতে বাড়ির লোকের থাকার ব্যবস্থাও থাকছে।

Advertisement

এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে ২৩ নভেম্বর এই ‘বাজেট হাসপাতাল’ তৈরি করার সিদ্ধান্ত নেয় রাজ্য। ৯০ কোটি টাকা খরচ করা হচ্ছে। উদ্দেশ্য গরিবদের উন্নত পরিষেবা দেওয়া। বেসরকারি হাসপাতালের তুলনায় ৭০ থেকে ৮০ শতাংশ কম খরচে চিকিৎসা করা যাবে বলেই খবর। তবে বেড ভাড়া কত হবে তা ঠিক হয়নি এখনও।

উল্লেখ্য়, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এসএসকেএম হাসপাতালের উর্ডবান ওয়ার্ডে চার হাজার, আড়াই হাজার, এবং দু’হাজার টাকায় বেড পাওয়া যায়। প্রচুর সাধারণ মানুষ সেখানে পরিষেবা পান। কিন্তু এক সময়ে এখানে সাধারণ মানুষ চিকিৎসার সুযোগই পেতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই পরিস্থিতির বদল হয়। তারপরই এসএসকেএম-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পিপিপি মডেলে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, উর্ডবান ওয়ার্ডও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেড সংখ্যা বাড়ানো হবে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement