Advertisement
Advertisement
Mamata Banerjee

‘আমি স্তম্ভিত’, আম্বেদকর ইস্যুতে বিজেপিকে বিঁধলেন, বড়দিনের ছুটি বাতিল নিয়েও ক্ষুব্ধ মমতা

বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

'I'm shocked', Mamata Banerjee speaks over Amit Shah's Ambedkar remark
Published by: Sayani Sen
  • Posted:December 19, 2024 6:29 pm
  • Updated:December 19, 2024 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এই ইস্যুতে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহী মন্তব্যে ‘স্তম্ভিত’ মুখ্যমন্ত্রী।

বিজেপিকে বিঁধে তিনি বলেন, “কলকাতা হল কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতা সম্প্রীতিরও। আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে, তাতে আমি স্তম্ভিত। ক্রিসমাস মানে আনন্দ। ক্রিসমাস মানে শান্তি। ক্রিসমাস মানে একতা। ২৫ ডিসেম্বরের ক্রিসমাসের ছুটি কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছিল। আমাদের রাজ্য তা করে না। করবে না।” এদিন অ্যালেন পার্ক ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

Advertisement

এর আগে গত বুধবারই X হ্যান্ডেলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লেখেন, “সংসদে যখন সংবিধানের ৭৫ বছর উদযাপন হচ্ছে তখন অমিত শাহ অপমানকজনক মন্তব্য করে আম্বেদকরের ভাবমূর্তি নষ্টের পথ বেছে নিলেন। সেটাও গণতন্ত্রের মন্দির সংসদে দাঁড়িয়ে। তাতেই ওদের বর্ণবিদ্বেষী, দলিত বিরোধী মানসিকতা স্পষ্ট বোঝা যায়। ২৪০ আসন পাওয়ার পরই ওরা এমন আচরণ করছে, ৪০০ আসনের স্বপ্ন সত্যি হয়ে গেলে হয়তো আম্বেদকরের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখে দিত। অমিত শাহর এই মন্তব্য সেই লক্ষ লক্ষ মানুষকে আঘাত করছে যারা আম্বেদকরের পদাঙ্ক অনুসরণ করেন, তাঁর দেখানো পথে চলেন। কিন্তু যে দলটা বিভেদ এবং ঘৃণায় বিশ্বাস করে, সেই দলের থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না।”

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহের মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তিনি বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।” সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, “১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।”

শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। বৃহস্পতিবার সকালে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। বিজেপি সাংসদরা সেসময় সংসদে প্রবেশ করতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। দুই শিবিরের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির রূপ নেয়। হাতাহাতিতে রক্ত ঝরে বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর। তাঁর দাবি, হাতাহাতির মধ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ এসে তাঁর গায়ের উপর পড়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR -ও দায়ের হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement