Advertisement
Advertisement
motor vehicle training school

বেআইনি মোটর ট্রেনিং স্কুলে ভরেছে কলকাতা, প্রশিক্ষকও ভুয়ো, বাড়ছে বিপদ

ছ'হাজার টাকায় প্রশিক্ষণের পাশাপাশি মিলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সও।

Illegal motor vehicle training school in Kolkata | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 11, 2022 5:19 pm
  • Updated:July 11, 2022 5:19 pm  

নব্যেন্দু হাজরা: নেই প্রশিক্ষণ দেওয়ার ক্লাসরুম, নেই উপযুক্ত প্রশিক্ষক, নেই প্রশিক্ষণ দেওয়ার নির্দিষ্ট গাড়ি, নেই নির্দিষ্ট ঠিকানায় কোনও অফিসও। অথচ কিছু না থেকেও ন্যূনতম পরিকাঠামো ছাড়া শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে মোটর ট্রেনিং স্কুল (Moto Training School)। এমনকী জাল বিল ছাপিয়েও চলছে গাড়ি চালানো শেখানো। যা থেকে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। কাঁচা হাতে স্টিয়ারিং ধরাতে বাড়ছে বিপদও। ইতিমধ্যে গোটা বিষয়টি নজরে এসেছে পরিবহণ দপ্তরের । জাল প্রশিক্ষক ধরতে চালানো হচ্ছে অভিযানও।

গত মঙ্গলবারের কথা। বাইপাস (EM Bypass) ধরে সায়েন্স সিটির দিকে আসছিল ডাব্লুবি২০এইচ৬৩০৬ গাড়িটি। গাড়ির সামনে লেখা ‘এল’। পিছনে ব্যানার ঝুলছে মোটর ট্রেনিং স্কুলের। যা দেখে কসবার কাছে সন্দেহ হয় মোটর ভেহিক্যালস ইন্সপেক্টরদের। গাড়ি দাঁড় করাতেই বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায়, যে মহিলা চালকের আসনে, তিনি গাড়ি চালানো শিখছেন। তাঁর পাশে বসে থাকা ব্যক্তি প্রশিক্ষক। যদিও প্রশিক্ষকের কোনও বৈধ মোটর ট্রেনিং স্কুল নেই। অফিস নেই। গাড়িটির সিএফ ফেল হয়ে গিয়েছে বছর পাঁচেক আগে। ডবল ব্রেক, ডবল ক্লাচ দেওয়া গাড়িও সেটি নয়। যে মহিলা বাইপাস ধরে গাড়ি চালাচ্ছেন, তাঁর কাছেও কোনও লাইসেন্স নেই। অর্থাৎ পুরোটাই বেআইনি। এরপরই গাড়িটিকে আটক করেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা। গাড়ি থেকে মিলেছে বেশ কয়েকটি মোটর ট্রেনিং স্কুলের বিল। আর তাতেই লুকিয়ে সরষের মধ্যে ভূত।

Advertisement

[আরও পড়ুন: FIR খারিজের আরজি নিয়ে এবার কলকাতা হাই কোর্টে রোদ্দুর রায়]

খোঁজ নিয়ে জানা গেল, ওই গাড়িতে যিনি প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন তাঁর নাম মিঠুন হালদার। তিনি বাঘাযতীনের একটি মোটর ট্রেনিং স্কুলে গাড়ি চালানো শেখাতেন। মাস দু’য়েক হল সেই কাজ ছেড়ে তিনি নিজে ওই নামেই আরও একটি ট্রেনিং স্কুল খুলেছেন। এবং পুরনো অফিসের বিল দিয়ে খদ্দের ধরছেন। তাঁর একটি বেআইনি গাড়ি রয়েছে, তা দিয়েই প্রশিক্ষণ দেন তিনি। নেই কোনও অফিসও। বৃহস্পতিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি অনেকদিন ধরেই গাড়ি চালানো শেখাই। নিজস্ব মোটর ট্রেনিং স্কুলের জন্য আবেদন করব। আমার গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় পরিবহণ দপ্তর আটক করেছে।” বাঘাযতীনের কাছে যে মোটর ট্রেনিং স্কুলে তিনি অতীতে কাজ করতেন, সেখানেও যোগাযোগ করা হয়। ফোনের অপরপ্রান্ত থেকে সঞ্জীব বৈরাগী জানান, মিঠুন তাঁদের ওখানে কাজ করেন না। ছেড়ে দিয়েছেন। তবে তাঁরা যে মোটর ট্রেনিং স্কুল চালান তারও সমস্ত বৈধ কাগজপত্র নেই। এই সমস্ত বেআইনি স্কুলের কোর্স ফি কত?

জানা যায়, ছ’হাজার টাকায় শেখানো হয় চার চাকা চালানো। সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও (Driving Licence) করে দেওয়া হয়। আর দু’চাকার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা। পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, এখন অভিযান চালাতে দেখা যাচ্ছে, শহর-শহরতলিতে গজিয়ে ওঠা অধিকাংশ মোটর ট্রেনিং স্কুলই বেআইনি। কারণ স্কুল খুলতে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। যিনি খুলতে চান তাঁর দু’টি বড় সাইজের ঘর থাকতে হবে। একটি প্রশিক্ষণের থিওরি ক্লাসের জন্য, অন্যটি নির্দিষ্ট ঠিকানার অফিস। মোটর মেকানিকসের উপর আইটিআই পাস করা একজন প্রশিক্ষক রাখতে হবে, এবং অবশ্যই তাঁর যেন পাঁচ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement