সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় হদিশ মিলল ভুয়ো করোনা পরীক্ষা কেন্দ্রের। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই পরীক্ষাকেন্দ্রের অনুমোদন খতিয়ে দেখে স্বাস্থ্যদপ্তর। এরপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়। জানা যায়, ওই ক্লিনিকটির কোনও বৈধ অনুমোদন নেই। ইতিমধ্যেই ফুলবাগান থানায় ক্লিনিকটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত মালিক।
জানা গিয়েছে, কাঁকুড়গাছির ত্রিবেণী নামে ও ল্যাবটির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছিল। এরপরই এক ব্যক্তির থেকে পাওয়া তথ্য ও তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে স্বাস্থ্যদপ্তর। তখনই প্রকাশ্যে আসে যে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আই সি এম আর(ICMR) -এর কোনও অনুমোদন নেই ওই ক্লিনিকটির। শুধু বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষের আতঙ্কের সুযোগ নিয়ে করোনা পরীক্ষার ব্যবসা শুরু করেছিল তারা। এরপরই ব্যারিকেড করে ঘিরে দেওয়ার পাশপাশি সিল করে দেওয়া হয় ক্লিনিকটি। স্বাস্থ্যদপ্তরের অভিযোগের ভিত্তিতে ওই ক্লিনিকের মালিককে গ্রেপ্তার করে ফুলবাগান থানার পুলিশ।
জানা গিয়েছে, ২০১৭ সালের রাজ্য ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট আইন অনুযায়ী ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে এই ক্লিনিকের মালিককে। সূত্রের খবর, এই ঘটনায় জড়িত রয়েছেন এমন আরও ২ জন এখন বেপাত্তা। অভিযোগকারীর তথ্য অনুযায়ী, এই ক্লিনিকটিতে এখনও পর্যন্ত যারাই নমুনা পরীক্ষা করেছেন প্রত্যেককেই নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে! এতে সংক্রমিত কোনও ব্যক্তিও রিপোর্ট নেগেটিভ পেয়ে স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারেন, এই আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ডাক্তাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.