Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: ভারতের ম্যাচের জন্য ইডেন চত্বরে যান নিয়ন্ত্রণ, কোন রাস্তায় চলবে বাস?

কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

ICC World Cup 2023: Traffic Restriction in Kolkata for India Vs South Africa Match | Sangbad Pratidin

ছবি: পিন্টু প্রধান।

Published by: Paramita Paul
  • Posted:November 4, 2023 9:13 pm
  • Updated:November 4, 2023 9:20 pm  

অর্ণব আইচ: বিশ্বকাপ (ICC World Cup 2023) জ্বরে ফুটছে শহর কলকাতা। রবিবার ক্রিকেটের নন্দন কাননে ভারতের বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্য়াচের টিকিট ঘিরে হাহাকার শহরজুড়ে। মনে করা হচ্ছে, স্টেডিয়াম পূর্ণ থাকবে কানায় কানায়। শুধু শহর কলকাতা (Kolkata) নয়, দর্শক আসবে দেশ ও রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে। আর সেই ম্য়াচের জন্য রবিবার সকাল থেকে ইডেন চত্বরে নিয়ন্ত্রণ হবে গাড়ি। বন্ধ রাখা হবে একাধিক রাস্তা। ঘুরিয়ে দেওয়া দক্ষিণ ও উত্তর থেকে আসে বহু গাড়ির মুখ। এ নিয়ে কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও।

কলকাতা পুলিশ সূত্রে খবর-

Advertisement
  • সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অকল্য়ান্ড রোড, নর্থ ব্রুক অ্য়াভিনিউ এবং গোষ্ঠ পাল সরণীতে সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। তবে হাই কোর্টমুখী গাড়িগুলিতে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে পাঠানো হবে।

[আরও পড়ুন: ‘বাবাকে জিজ্ঞেস করুন শুভেন্দু’, অধিকারী পরিবারের সম্পত্তির ‘পর্দাফাঁস’ কুণালের]

  • দক্ষিণ কলকাতা থেকে আগত বাস, মিনি বাসগুলিকে মেয়ো রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। পাঠানো হবে নেতাজি মূর্তি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগ দিয়ে। আবার জে এল নেহরু রোড থেকে বাস, মিনি বাস ঘুরিয়ে বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো, ম্যাঙ্গোলেন হয়ে বিবাদি বাগ পাঠানো হবে।
  • একইভাবে উত্তর বা পূর্ব কলকাতা থেকে আসা বাসগুলি সেন্ট্রাল অ্য়াভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্য়াঙ্গোলেন হয়ে বিবাদি বাগ পাঠানো হবে। আবার এস এন ব্য়ানার্জি রোড থেকে আর আর অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগে পাঠানো হবে।
  • দক্ষিণ কলকাতা থেকে আগত বাইক চালকরা এজেসি বোস রোড, সেন্ট জর্জ গেট, স্ট্র্যান্ড রোড হয়ে বিবাদি বাগ আসতে পারেন। আবার উত্তর কলকাতা থেকে আগত বাইক চালকরা বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে যাতায়াত করতে পারেন। এস এন ব্যানার্জি রোড দিয়েও ঘোরানো হতে পারে বাইক।
  • দক্ষিণ কলকাতা থেকে আগত হাওড়াগামী বাসগুলি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • ব্যান্ড স্ট্যান্ড এবং অকল্যান্ড রোডে থাকা বাসস্ট্যান্ড সরিয়ে আনা হচ্ছে কিরণ শঙ্কর রয় রোড, এসপ্ল্যানেড রো ইস্ট এবং সেন্ট্রাল বাস টার্মিনাসে।
  • গোষ্ঠ পাল সরণী, অকল্যান্ড রোড. রাণী রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, মেয়ো রোড, রেড রোড এবং ডাফরিন রোডে কোন পার্কিং করা যাবে না।
  • শুধু রবিবার নয়, একই নিয়ম কার্যকর হবে ১১ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং ১৬ নভেম্বর সেমি ফাইনাল ম্যাচের দিনও। 

[আরও পড়ুন: সিপিএমের রাজ্য কমিটিতে ‘আমন্ত্রণ’ পাচ্ছেন বিকাশ, বদলাতে পারে গণশক্তির সম্পাদকও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement