Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

আর বাড়ি ফেরার চিন্তা নেই।

ICC World Cup 2023: Extra pair of Kolkata Metro will run on Pakistan vs Bangladesh match day | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 30, 2023 5:16 pm
  • Updated:October 30, 2023 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) জ্বরে ফুটছে শহর। রাত পোহালেই ক্রিকেটের ‘নন্দন কানন’ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশে। ইতিমধ্যে ইডেন হাউসফুল। বিক্রি হয়ে গিয়েছে প্রায় সব টিকিট। কিন্তু দর্শকদের চিন্তা একটাই। ম্যাচ শেষে বাড়ি ফিরবেন কীভাবে?

ক্রিকেটপ্রেমীদের চিন্তা দূর করতে এগিয়ে এল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। জানিয়ে দিল, মঙ্গলবার রাত সাড়ে দশটার পর এক জোড়া মেট্রো চালাবে তারা। রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বর। শেষ স্টেশনে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একই সময় আরেকটি মেট্রো এসপ্ল্যানেড থেকে রওনা দিয়ে কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। ফলে চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ-পাকিস্তানের ম্য়াচ দেখে বাড়ি ফিরতে সমস্যায় পড়বেন না দর্শকরা।

Advertisement

[আরও পড়ুন: ঝুলছে CBI খাঁড়া! ‘সুপ্রিম কবচ’ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি]

শুধু কলকাতার দর্শক নয়, দুই দলের ম্যাচ দেখেতে সীমান্ত পেরিয়েও আসছেন দর্শকরা। তাঁদের কথা মাথায় রেখে চলবে অতিরিক্ত বাসও। এমনই খবর পরিবহণ দপ্তর সূত্রে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, একজোড়া বিশেষ মেট্রো সব স্টেশনেই থামবে। খোলা থাকবে টিকিট কাউন্টারও।

[আরও পড়ুন: ঝুলছে CBI খাঁড়া! ‘সুপ্রিম কবচ’ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement