সুব্রত বিশ্বাস: ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচিতে একাধিক ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। মঙ্গলবার দুপুর ২টোয় ক্রিকেটের ‘নন্দনকাননে’ মুখোমুখি খেলতে নামছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh-Pakistan)। বাবর আজম বনাম শাকিব-আল-হাসানদের জমজমাট লড়াই দেখতে মাঠে ভিড় জমাতে চলেছেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বসবাসকারী বাংলাদেশিরা তো বটেই, বিশ্বকাপে নিজের দেশের লড়াই দেখতে কলকাতায় ছুটে এসেছেন দু দেশের সমর্থকদের একাংশ। ম্যাচ শেষে তাঁদের সকলের সুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার রাতে প্রিন্সেপঘাট, বিবাদী বাগ থেকে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
পূর্ব রেলের শিয়ালদহ (Sealdah) শাখার তরফে দুটি ইএমইউ স্পেশাল চালানো হবে মঙ্গলবার রাতে। ইডেনে (Eden Garden) বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষ হতে হতে রাত সাড়ে ১০ টা বাজবে। সেই সময় মাথায় রেখে রাত ১০টা ৪৫ ও ১০টা ৫৫ নাগাদ দুটি ট্রেন দেওয়া হয়েছে –
দুটি ট্রেনই দাঁড়াবে প্রতিটি স্টেশনে। ফলে দর্শকরা নিজেদের বাড়ির নিকটবর্তী স্টেশনে নেমে যেতে পারবেন। সোমবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে দুটি বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে। এছাড়া ম্যাচের জন্য রাতে চলবে বাড়তি মেট্রোও (Metro)। রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরমুখী একটি মেট্রো ছাড়বে। শেষ স্টেশনে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একই সময় আরেকটি মেট্রো এসপ্ল্যানেড থেকে রওনা দিয়ে কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। মেট্রো, লোকাল ট্রেন ও অতিরিক্ত বাস চলায় অনেকটা নিশ্চিন্তেই দর্শকরা বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন ইডেনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.