Advertisement
Advertisement

Breaking News

যুদ্ধবিমান, মহড়া

কলকাতার আকাশে ‘ডগ ফাইট’, মহড়া দিল যুদ্ধবিমান ‘সুখোই ৩০’

পয়লা মে থেকে শুরু হয়েছে মহড়া।

IAF starts fighter operations drill using Kolkata airport

পয়লা মে থেকে শুরু হয়েছে মহড়া।

Published by: Tanumoy Ghosal
  • Posted:May 3, 2019 9:46 am
  • Updated:May 3, 2019 9:46 am  

অর্ণব আইচ: কলকাতার আকাশে হঠাৎই প্রচণ্ড শব্দ। কেউ বা রাস্তায় দাঁড়িয়ে চোখের উপর হাত দিয়ে দেখার চেষ্টা করছেন। কেউ বা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছেন। শহরবাসীর চোখের সামনে দিয়ে প্রচণ্ড গতিতে যে দু’টি বস্তু উড়ে গেল, সেগুলি অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই ৩০। যেন একটি বিমান অন্যটিকে তাড়া করেছে। তাড়া খাওয়া বিমানটি অনেকটা দূরে উড়ে গিয়ে ফের যেন ঘুরে এল প্রত্যাঘাতের জন্য।

 [আরও পড়ুন: ফণী আতঙ্ক, শুক্রবার থেকে বাতিল কলকাতা বিমানবন্দরের সমস্ত উড়ান]

বায়ুসেনার ভাষায় ‘ডগ ফাইট’। দমদম ও অন্ডাল বিমানবন্দর থেকে উড়ে গিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে ‘ডগ ফাইট’ করেই যুদ্ধের মহড়া দিল অত্যাধুনিক যুদ্ধবিমান ‘সুখোই ৩০’ ও ‘হক’। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, কোনও অসামরিক বিমানবন্দর থেকে যুদ্ধবিমান উড়ে গিয়ে আকাশে যুদ্ধের মহড়া দিচ্ছে, এই দৃশ্য বিরল। আর তা-ই হল কলকাতার আকাশে।  ইস্টার্ন কমান্ডের পক্ষে উইং কমান্ডার রত্নাকর সিং জানান, পয়লা মে থেকে শুরু হয়েছে এই মহড়া। বৃহস্পতিবারও যুদ্ধবিমানের এই মহড়া হয়। বায়ুসেনার সূত্র জানিয়েছে, এই মহড়ার জন্যই অসমের ছাবুয়া ও তেজপুরের বিমান ঘাঁটি থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় চারটি ‘সুখোই ৩০’ যুদ্ধবিমান। একই ধরনের যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে অসমের গুয়াহাটি বিমানবন্দরেও। আবার বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নিয়ে আসা হয় কয়েকটি ‘হক’ যুদ্ধবিমান। প্রশ্ন উঠেছে, যেখানে দক্ষিণবঙ্গের কলাইকুন্ডা, পানাগড়ে রয়েছে বায়ুসেনা বিমানঘাঁটি, সেখানে দমদম বা অন্ডালের মতো অসামরিক বিমানবন্দর থেকে যুদ্ধবিমান ওড়ানোর প্রয়োজন হল কেন? বায়ুসেনার এক কর্তা জানান, পূর্বাঞ্চলে সাধারণত চিনের কথা মাথায় রেখেই যুদ্ধবিমানের মহড়া হয়। যদি কোনওসময় শত্রুপক্ষের হামলায় বায়ুসেনার বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় অথবা যুদ্ধের সময় ক্যামোফ্লেজের প্রয়োজন হয়, তখন বায়ুসেনার ঘাঁটির বদলে অসামরিক ঘাঁটি থেকে যুদ্ধবিমান ওড়ানোর প্রয়োজন হয়। সেই কারণেই বুধবার থেকে এই রাজ্যে দমদম ও অন্ডাল বিমানবন্দর থেকে দিন ও রাতে চলছে মহড়া।

Advertisement

কখনও দিনের আলোয় আবার কখনও অন্ধকারে কলকাতার আকাশে মহড়া দিচ্ছে যুদ্ধবিমান। প্রচণ্ড শব্দ করে আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে ‘সুখোই ৩০’। কখনও তা নেমে আসছে অনেকটাই নিচে। আবার কখনও সেগুলি উঠে যাচ্ছে অনেকটাই উপরে মেঘের আড়ালে। বায়ুসেনা জানাচ্ছে, রীতিমতো পরিকল্পনা করে তৈরি করা হয়েছে দু’টি টিম। সেই পরিকল্পনা অনুযায়ী, একটি টিমের যুদ্ধবিমান তাড়া করছে অন্যগুলিকে। কখনও উত্তর থেকে দক্ষিণ কলকাতা আবার কখনও হাওড়া, বারাকপুর, কোনও সময় রাজারহাটের আকাশে যুদ্ধবিমান দু’দিন ধরে ‘ডগ ফাইট’ করে বলে জানিয়েছে বায়ুসেনা।

[ আরও পড়ুন: নিয়ম ভেঙে যাত্রী তুললেই ই-বাস হবে ‘এস’, কড়া নির্দেশ পরিবহণ দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement