Advertisement
Advertisement

সেঞ্চুরির কথা বলতে হয় তাই বলেছিলাম, স্বীকার সূর্যর

বামপন্থার প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভোটের আগে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, ছয় হাঁকানোর কথা বলেছিলাম৷ সেটা বলতে হয় বলেই বলেছিলাম৷”

I was supposed to say that we will score a century: surya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 9:27 am
  • Updated:June 16, 2016 9:27 am  

স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রচারে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি হাঁকাবে জোট৷ জোর গলায় দাবি করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ কিন্তু তাঁর এই তত্ত্ব যে বাস্তবসম্মত ছিল না, ছিল পুরোটাই চমকের রাজনীতি, তা সূর্যবাবু নিজেই খোলসা করে দিয়েছেন৷ বুধবার মৌলালি যুবকেন্দ্রে ছাত্র সংগ্রাম পত্রিকার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে অনিল বিশ্বাস স্মারক বক্তৃতায় প্রধান বক্তা ছিলেন সূর্যকান্ত মিশ্র৷ বামপন্থার প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভোটের আগে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, ছয় হাঁকানোর কথা বলেছিলাম৷ সেটা বলতে হয় বলেই বলেছিলাম৷”

অর্থাৎ সূর্যবাবু বুঝিয়ে দিয়েছেন, পিচে উইকেট যখন নড়বড়ে ছিল তখন কোনওরকমে সেঞ্চুরি হাঁকানোর অলীক স্বপ্ন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করেছিলেন৷ কিন্তু রাজ্যের মানুষ জোটকে গ্রহণ করেননি৷ যদিও সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, জোটটা ছয়-আট মাস কিংবা এক বছর আগে হলে জেতা অসম্ভব ছিল না৷

Advertisement

হারের কারণ প্রকাশ্যে না বললেও সূর্যবাবু বুঝিয়েছেন, কন্যাশ্রী প্রকল্প, সবুথসাথী প্রকল্পের সাইকেল, ২ টাকা কেজি দরে চাল, রাস্তাঘাট তৈরি, পার্ক তৈরি হয়েছে৷ রাজ্যের মানুষ রাজ্য সরকারের কাছ থেকে কিছু পেয়েছেন বলেই ভোট দিয়েছেন৷ তাঁর কথায়, “মানুষ মনে করেছেন আমি তো পেয়েছি৷” এর আগে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকেও জোটের সওয়াল করতে দেখা গিয়েছে সিপিএম রাজ্য সম্পাদককে৷ কংগ্রেসের হাত ধরে তিনি যে ভুল করেননি, সেই ব্যাখ্যাও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র৷ এদিনও জোটের পক্ষেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে৷ তিনি জানান, ২ কোটি ১৫ লক্ষ মানুষ ভোট দিয়েছেন৷ কে কোন রাজ্যের কথা বলছেন জানি না৷ এই রাজ্যে আমরা অপ্রাসঙ্গিক নই৷ লড়াই-আন্দোলন, নতুন স্লোগানের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement