Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

সংসদ হামলা: নিরাপত্তায় বড় গলদ ছিল, বাংলার কোনও যোগ নেই, সাফ জানালেন মমতা

এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও করলেন তিনি।

Huge security breach in Parliament, says Mamata Banerjee | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 17, 2023 3:01 pm
  • Updated:December 17, 2023 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে গ্যাস হামলার মূলচক্রীর সঙ্গে বাংলার কোনও যোগ নেই। ওরা ঝাড়খণ্ড, বিহারের। সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও করলেন তিনি।

আজ, রবিবার তিনদিনের সফরে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, ইন্ডিয়া জোটের বৈঠকের পাশাপাশি আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তার আগে বলে সংসদ হামলা প্রসঙ্গে সাংবাদিকদের মমতা বললেন, “নিরাপত্তায় যে গলদ রয়েছে, সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও মেনে নিয়েছেন। নতুন সংসদে নিরাপত্তার বড় গলদ ছিল। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।” অভিযুক্তদের পাশ ইস্যু করেছিলেন বিজেপি সাংস প্রতাপ সিনহা। সেই প্রসঙ্গে মমতার মন্তব্য, এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বলেই তো রাজ্যসভা থেকে ডেরেক ওব্রায়নকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও অন্যান্য দলের সাংসদদেরও সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: এক সেমিস্টারে ফেল করলেও ফেল নয়! উচ্চমাধ্যমিকের নয়া নিয়ম আগামী শিক্ষাবর্ষ থেকেই]

তবে ঘটনার মূলচক্রী ললিত ঝার সঙ্গে যে বাংলার কোনও যোগ নেই, তাও সাফ জানিয়ে দেন মমতা। বলেন, ‘ললিত ঝাঁর কোনও বঙ্গ যোগ নেই, ওরা ঝাড়খন্ড বিহারে রয়েছে। বাংলার নামে কুৎসা আর অপপ্রচার করার চেষ্টা সবসময়।’ উল্লেখ্য়, গত বুধবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই কয়েকজন ঢুকে পড়েন ভিতরে। তাঁদের হাতে ছিল কেনিস্টার। কোনও বড়সড় দুর্ঘটনার আগেই তাঁদের ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কীভাবে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে তাঁরা ভিতরে প্রবেশ করলেন, এ নিয়েই সরব হন বিরোধীরা।

এরপরই তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে মূলচক্রী ললিত ঝার বঙ্গ যোগের তত্ত্ব সামনে আসে। যাকে হাতিয়ার করে সুর চড়ায় গেরুয়া শিবির। বলা হয়, বাংলা অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। তবে, এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ললিতের কোনও বঙ্গ যোগ নেই।

[ আরও পড়ুন: ‘যেখানে সব আশা শেষ, সেখানেই শুরু মোদি কি গ্যারান্টি’, বলছেন মোদি নিজেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement