অর্ণব আইচ : পাচারের আগেই প্রচুর পরিমাণ হাতির দাঁত উদ্ধার করল রাজস্ব দপ্তর। সূত্রের খবর, উদ্ধার হয়েছে প্রায় ৬০ কেজি হাতির দাঁত। যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তি ও তাঁর মেয়েকে সাঁতরাগাছি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে সোমবার রাতে সাঁতরাগাছি এলাকায় তল্লাশি চালায় রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। সেখানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ হাতির দাঁত ও দাঁতের তৈরি মূর্তি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কেরলের ১ ব্যক্তি ও তাঁর মেয়েকে। রাজস্ব দপ্তরই শুধু নয়, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এ রাজ্য ও কেরলের বনদপ্তর। কেরলের বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে ১ জন ২০১৫ সালের একটি হাতি শিকারের ঘটনায় অভিযুক্ত। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কেরল খেকে শিলিগুড়ি হয়ে হাতির দাঁত কলকাতা আনা হয়েছিল। সেগুলি নেপালে পাচার করা হত। জানা গিয়েছে, এই ব্যক্তি ও তার মেয়ে যৌথভাবে ব্যবসা চালাতেন। ইতিমধ্যেই এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের জালে ধরা পড়েছে প্রাণীর দেহাংশ পাচারকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.