Advertisement
Advertisement

Breaking News

HS result

পরীক্ষা শেষের দেড় মাসের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, কখন-কোথায় জানা যাবে রেজাল্ট?

জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

HS result will be out on 7 May
Published by: Paramita Paul
  • Posted:April 28, 2025 6:26 pm
  • Updated:May 6, 2025 8:47 pm  

ধীমান রক্ষিত: পরীক্ষা শেষের দেড় মাসের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। ৭ মে, বুধবার প্রকাশিত হবে ফল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর দু’টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা।

হাতে রেজাল্ট মিলবে ৮ মে। সকাল দশটা থেকে রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে স্কুলগুলির প্রধান শিক্ষক বা শিক্ষিকার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। তারপর নিজ নিজ স্কুল থেক সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। ttps://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in-সহ মোট ১৬টি ওয়েবসাইট থেকে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। https://www.sangbadpratidin.in এ লগইন করে নিজের রোল নম্বর এবং জন্মের তারিখ দিলেই পরীক্ষার ফল জানা যাবে। 

Advertisement

৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। টোকাটুকি, প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল নকল আটকাতে কড়াকড়ি ছিল নিরাপত্তায়। উল্লেখ্য, এবার পরীক্ষায় বসছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশ কিছুটা কম। গত বছর পরীক্ষায় দিয়েছিল ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। ২ লক্ষেরও বেশি পড়ুয়া কমেছে। তবে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশিই।

প্রথমে বলা হয়েছিল, মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। দ্রুত অথচ নিখুঁত ফলপ্রকাশ করাই তাঁদের লক্ষ্য বলে জানান সভাপতি। দেখা গেল মে মাসের মাঝামাঝি নয়, বরং তার আগেই ফল প্রকাশ হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub