Advertisement
Advertisement
HS

খাতা পিছু মিলবে বাড়তি টাকা, উচ্চমাধ্যমিকের মূল্যায়নে যুক্তদের জন্য বড় ঘোষণা সংসদের

বাড়ানো হচ্ছে যাতায়াতের খরচও।

HS Examiners to get more allowance for Answer sheet checking | Sangbad Pratidin

ছবি প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:March 8, 2023 9:30 pm
  • Updated:March 8, 2023 9:30 pm

স্টাফ রিপোর্টার: উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য সান্মানিক বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHSC)। আগে প্রতিটি উত্তরপত্র মূল্যায়নের জন্য মিলত পাঁচ টাকা করে।  চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই প্রতিটি উত্তরপত্র দেখার জন্য ৬ টাকা করে পাবেন পরীক্ষকরা। 

শুধু তাই নয়, উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত সকলেরই সান্মানিক এবং বরাদ্দ বাড়িয়েছে সংসদ। বুধবারই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি উত্তরপত্র স্ক্রটিনির জন্য ১ টাকার পরিবর্তে দেড় টাকা এবং ফলাফল প্রকাশ পরবর্তী স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য উত্তরপত্র পিছু পাঁচ টাকার পরিবর্তে ৬ টাকা করে দেওয়া হবে। প্রধান পরীক্ষকদের যাতায়াত বাবদ দু’শো টাকার পরিবর্তে আড়াইশো টাকা করে দেওয়া হবে। 

Advertisement

[আরও পড়ুন: অনুব্রত নেই তো কী, আমি তো আছি…! দলের কাছে বীরভূমে ‘ভোট করানো’র দায়িত্ব চাইলেন মদন]

পরীক্ষক ও স্ক্রুটিনিয়ারদের জন্য ট্রাভেলিং অ্যালাওয়েন্স ছিল দূরত্বের বিচারে ২৫ থেকে ১০৫ টাকা। তা বাড়িয়ে ৫০ থেকে দেড়শো টাকা করা হয়েছে। ক্যাম্প কো-অর্ডিনেটরের ভাতা দেড় হাজার থেকে বাড়িয়ে ২ হাজার এবং যাতায়াতের জন্য বরাদ্দ ৫০ থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরই মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সকলের সান্মানিক বাড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার মূল্যায়নের কাজে যুক্তদের সান্মানিক বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

[আরও পড়ুন: ফের কলকাতায় টাকার পাহাড়! নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি, মিলল বিলাসবহুল গাড়িও]

অন্যদিকে, ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার জন্য দোল ও হোলির দিনেও খোলা ছিল সংসদের প্রধান দপ্তর ও চারটি আঞ্চলিক দপ্তর। আগামী শনি ও রবিবারও দপ্তরগুলি খোলা থাকবে বলে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সংসদ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement