ছবি: প্রতীকী
দীপঙ্কর মণ্ডল: উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) জুন মাসে হবে তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। একাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১৫ জুন থেকে, চলবে ২ জুলাই পর্যন্ত। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক। দুপুর ২ টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা।
উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষাগুলি হবে ১০ থেকে ৩১ মার্চের মধ্যে। ২০ এপ্রিলের মধ্যে ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর স্কুলগুলিকে সংসদে জমা দিতে হবে। সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন প্রকাশ না করলেও উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। জেনে নিন দ্বাদশ শ্রেণির কবে কী পরীক্ষা?
রইল একাদশ শ্রেণির পরীক্ষা সূচিও।
গত বছর মার্চ থেকে করোনার দাপটে বন্ধ স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তার ফলে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা সশরীরে স্কুলে উপস্থিত থেকে আড়াই মাস ক্লাস করেছিল। তবে ভাইরাসের প্রকোপে একদিনও ক্লাস করার সুযোগ পায়নি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। তার ফলে কীভাবে সিলেবাস শেষ হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিলেবাসের বোঝা কমিয়ে পরীক্ষা নেওয়ার ভাবনাচিন্তার কথাও শোনা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.