Advertisement
Advertisement
HS Exam

ঘোষিত হল উচ্চমাধ্যমিকের সময় সূচি, জেনে নিন কবে কোন পরীক্ষা

একই সময় চলবে একাদশ শ্রেণির পরীক্ষাও।

HS and exam for class eleven students will be started on 15 June, 2021 | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:December 24, 2020 7:29 pm
  • Updated:December 24, 2020 8:14 pm

দীপঙ্কর মণ্ডল: উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) জুন মাসে হবে তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক  শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।  একাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১৫ জুন থেকে, চলবে ২ জুলাই পর্যন্ত। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক। দুপুর ২ টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা।

Advertisement

[আরও পড়ুন : ‘বিজেপি বিরোধী বলেই অমর্ত্য সেনের বিরুদ্ধে কুৎসা’, জমি বিতর্কে বিশ্বভারতীকে জবাব মমতার]

উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষাগুলি হবে ১০ থেকে ৩১ মার্চের মধ্যে। ২০ এপ্রিলের মধ্যে ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর স্কুলগুলিকে সংসদে জমা দিতে হবে। সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন প্রকাশ না করলেও উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। জেনে নিন দ্বাদশ শ্রেণির কবে কী  পরীক্ষা?

 

  • ১৫ জুন- প্রথম ভাষা (বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি)
  • ১৭ জুন-দ্বিতীয় ভাষা (ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরেজি)
  • ১৮ জুন- ভোকেশনাল বিষয়
  • ১৯ জুন- বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান
  • ২১ জুন-অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
  • ২২ জুন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস
  • ২৪ জুন- ফিলোজফি, সোসিওলজি, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট
  • ২৬ জুন- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
  • ২৮ জুন- রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি
  • ৩০ জুন- স্ট্যাটেস্টিক, ভূগোল,  কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট 

রইল একাদশ শ্রেণির পরীক্ষা সূচিও।

[আরও পড়ুন : সিঙ্গুরের জমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রাজ্যজুড়ে কর্মসংস্থানের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

গত বছর মার্চ থেকে করোনার দাপটে বন্ধ স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তার ফলে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা সশরীরে স্কুলে উপস্থিত থেকে আড়াই মাস ক্লাস করেছিল। তবে ভাইরাসের প্রকোপে একদিনও ক্লাস করার সুযোগ পায়নি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। তার ফলে কীভাবে সিলেবাস শেষ হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিলেবাসের বোঝা কমিয়ে পরীক্ষা নেওয়ার ভাবনাচিন্তার কথাও শোনা যাচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement