Advertisement
Advertisement

বিমানবন্দরের ধাঁচে ঢেলে সাজানো হচ্ছে হাওড়া, শিয়ালদহ-সহ ১৫ স্টেশন

২০১৮-তেই নয়া লুক পাচ্ছে হাওড়া স্টেশন, বসছে হেলিপ্যাড৷

Howrah station will don a new avatar by the   end of 2018
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 9, 2017 3:25 am
  • Updated:February 9, 2017 3:31 am  

স্টাফ রিপোর্টার: হাওড়া, শিয়ালদহ, বর্ধমান, আসানসোল-সহ রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন এবার বিমানবন্দরের ধাঁচে সেজে উঠবে৷ উন্নতমানের পার্কিং ব্যবস্থা, স্টেশনে শপিং মল, মাল্টিপ্লেক্স, ফুডকোর্ট-সহ যাত্রী স্বাচ্ছন্দ্যে আরও জোর দেবে রেলমন্ত্রক৷ বুধবার নয়া দিল্লিতে রেলমন্ত্রী সুরেশ প্রভু এ রাজ্যের পাশাপাশি গোটা দেশে বিভিন্ন প্রকল্পের সূচনা করেন৷ প্রসঙ্গত, এই প্রকল্পগুলির কথা আগেই ঘোষণা করা হয়েছিল৷ এবার তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হল৷ সবকিছু ঠিকঠাক চললে ২০১৮-র মধ্যেই একেবারে বিমানবন্দরের ধাঁচে সেজে উঠবে হাওড়া স্টেশন৷

(স্টেশনে এবার আসবে ‘পেপসি রাজধানী’, ‘কোক শতাব্দী’)

কারশেড থেকে ঢিমে তালে হাওড়া স্টেশনে ঢুকছে ব্যান্ডেল লোকাল৷ পাদানিতে তিলধারণের ঠাঁই নেই৷ মাথার উপর তখন চক্কর কাটছে হেলিকপ্টার৷ বাদুড়ঝোলা অবস্থাতেই যাত্রীরা মাথা তুলে দেখার চেষ্টা করছে৷ ট্রেন স্টেশনে ঢোকার আগেই সেই হেলিকপ্টার নেমে গেল হাওড়া স্টেশনের অদূরে সল্টগোলায় নির্মিত স্টেশন বিল্ডিং-এর ছাদে৷ টলিউডি ধাঁচের কোনও ফিল্ম-এর শুটিং নয়৷ একেবারে বাস্তব৷ আগামী কয়েক বছরের মধ্যেই এমন আইকনিক চেহারা নেবে হাওড়া স্টেশন ও তার পাশে নির্মিত স্টেশন বিল্ডিংটি৷ এজন্য স্টেশনের পাশে সল্টগোলায় ১০ একর জমি ৪৫ বছরের জন্য লিজ দেবে রেল৷ দেশের চারশোটি স্টেশনকে এভাবেই পুনর্নির্মাণ করে তা থেকে উপার্জন করা হবে৷ পিপিপি মডেলে কাজ শুরু হবে শিগগিরই৷ কুড়িটি স্টেশনকে প্রাথমিকভাবে উন্নয়নের জন্য বাছাই করা হয়েছে৷ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে এবছরের মধ্যেই৷ বুধবার রেলবোর্ড থেকে রেলমন্ত্রী সুরেশ প্রভু সরাসরি এই প্রকল্প নিয়ে ভারতের প্রতিটি প্রান্তের শিল্পপতি ও বিনিয়োগে উৎসাহীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন৷ উদ্যোগপতিদের সুবিধার বিষয়টি নিয়ে আলোচনাও হয়৷ রেলমন্ত্রী বলেন, দৈনিক ১৬ লক্ষ যাত্রীর পদচারণা হয় রেল স্টেশনগুলিতে৷ এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে গুরুত্ব দিতে এই ধরনের প্রকল্প৷

Advertisement

(১০০ স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দিল রেল)

হাওড়া স্টেশন-সহ পূর্ব রেলের পনেরোটি স্টেশনকে পুনর্নির্মাণ করবে রেল৷ স্থানীয় শহরের ইতিহাস অনুধাবন করে সেই মর্মে আইকনিক ধাঁচে তৈরি হবে বিল্ডিং৷ ছাদের উপর তৈরি হবে হেলিপ্যাড৷ বিল্ডিং-এ থাকবে আধুনিক মানের মল, বিজনেস সেণ্টার, মিটিং স্পেস থেকে বিলাসবহুল আরাম কক্ষ৷ স্টেশনে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় কোনওরকম বাধার সামনে না পড়তে হয় এমন ধরনের গেট৷ আধুনিক মানের ভিড় এড়ানোর মতো কনকর্স৷ ক্যাটারিং, ওয়াশিংরুম, রিটেল সপ, ক্লোকরুম, পানীয় জল, এটিএম, ফার্মেসি, ইন্টারনেট পরিষেবা৷ স্টেশনের উপর দিয়ে পার্সেল যাতায়াত করবে না৷ স্টেশনের দু’দিক দিয়ে শহরে বেরোনোর পথ৷ বাস, প্রাইভেট পার্কিং, মেট্রোয় যাতায়াতের পথ থাকবে স্টেশনের থেকেই৷

পিপিপি মডেলে এই প্রকল্প তৈরি হবে৷ বিনিয়োগকারীদের থেকে দুটি খাম চেয়েছে রেল৷ একটিতে কী কী ধরনের কাজ বাণিজ্যিকভাবে করতে আগ্রহী জানাতে হবে৷ অন্যটিতে কত টাকা বিনিয়োগ করতে আগ্রহী বা রেল থেকে কত টাকা পেতে আগ্রহী তা জানাতে হবে৷ রেল দু’টি বিষয় দেখে নির্বাচন করবে বিনিয়োগকারীদের৷ ৪৫ বছরের চুক্তির ভিত্তিতে রেল বিনিয়োগকারীকে জায়গার অনুমোদন দেবে স্টেশনগুলিতে৷ এই প্রকল্পের আওতায় প্রথম স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হবে হাওড়া স্টেশনে৷ এদিন রেলমন্ত্রী ঘোষণা করেন, পূর্ব রেলের পনেরোটি স্টেশন পুনর্নির্মিত হবে৷ যার মধ্যে রয়েছে শিয়ালদহ, কলকাতা টার্মিনাল, নৈহাটি, আসানসোল, দুর্গাপুর, ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট, ভাগলপুর, জামালপুর, মালদহ টাউন, নিউ ফরাক্কা, জোশিডি, মধুপুর৷

(নতুন বছর থেকে ক্যাশলেস হচ্ছে ১০টি মেট্রো স্টেশন)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement