Advertisement
Advertisement

Breaking News

Howrah Station

এতদিন ছিল ১৫-র পর ১৭, এবার হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মও, ছাড়বে লোকাল ট্রেন

কেন ছিল না ১৬ নম্বর প্ল্যাটফর্ম?

Howrah Station to start platform 16 for local train

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 24, 2025 4:55 pm
  • Updated:April 24, 2025 4:56 pm  

সুব্রত বিশ্বাস: চাপ বাড়ছে হাওড়া স্টেশনের উপর। ট্রেন বাড়ছে। যাত্রীসংখ্য়া বাড়ছে। এমন অবস্থায় বড় সিদ্ধান্ত নিল রেল। নতুন নির্মাণ হয়েছে ১৬ নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে স্পেশাল ট্রেন চলার কথা ছিল। চাপ সামাল দিতে এবার ওই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে লোকাল ট্রেনও। হাওড়া ডিভিশনের শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করে একথা জানান ডিআরএম সঞ্জীব কুমার। উল্লেখ্য, এতবছর হাওড়ায় ১৬ নম্বর প্ল্যাটফর্ম থাকলেও সেখান থেকে ট্রেন চলাচল করত না।

বুধবার তিনি বলেন, আগামী এক-দেড় মাসের মধ্যে প্ল‌্যাটফর্মটি তৈরি হয়ে যাবে। প্রথমে সেখান থেকে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। লোকাল ট্রেনের চাপ বাড়ায় সেই সিদ্ধান্ত বাতিল হয়। ঠিক হয়েছে, সেখানে থেকে চলবে লোকাল ট্রেন। ফলে সমস‌্যা মুক্ত হবে দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেন চলাচল। ডিআরএম আরও জানান, শতবর্ষে হাওড়া-সহ একাধিক স্টেশনের উন্নয়ন ঘটানো হচ্ছে দ্রুত। যার মধ্যে বালি, শেওড়াফুলি, ব‌্যান্ডেল রয়েছে। এজন‌্য চুঁচুড়া, চন্দননগর স্টেশন থেকে হকার সরানো হচ্ছে। ব্যান্ডেল‌ এলাকায় অব‌্যবহৃত আবাসনও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে উন্নয়নের কাজের জন‌্য।

Advertisement

১৯২৫ সালে প্রথম ছ’টি ডিভিশন তৈরি হয়। যার মধ্যে ছিল এই হাওড়াও। বুধবার শতবর্ষ পূর্তি স্মরণে বিশেষ এক ট্রেন চালানো হয়। যে ট্রেন ও তার কামরা সাজানো হয়েছিল রেলগাড়ির বিবর্তনের চিত্রে। পাশাপাশি হাওড়া স্টেশনে এক বর্ণাঢ‌্য অনুষ্ঠান হয়। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, দেশের মধ্যে সর্বাধিক ২৩টি প্ল‌্যাটফর্ম রয়েছে এই স্টেশনে। দিনে দশ লক্ষেরও বেশি যাত্রীর যাতায়াত। গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। স্টেশনটির পরতে পরতে ইতিহাস। বর্তমানে রোজ ৪৫০ সাবার্বান এবং ১০৭টি দূরপাল্লার ট্রেন এখান থেকে চলাচল করে।

স্টেশনটির ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে আর ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্ম আছে নিউ কমপ্লেক্সে। তবে এটা হয়তো অনেকেরই অজানা যে, এই স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মই ছিল না। আসলে ১৬ নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে ‘জিরো মাইল’ বলা হত। অর্থাৎ এই জায়গায় শুধু পণ্য পরিবহণ করা হয়। এখানে কোনও লোকাল বা দূরপাল্লার ট্রেন ঢোকে না। শুধুমাত্র জিনিসপত্র ওঠানামা করানো হয়। এবার সেই ইতিহাস বদলাচ্ছে। চালু হচ্ছে ১৬ নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে চলবে লোকাল ট্রেনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub