Advertisement
Advertisement

Breaking News

Howrah Bridge

স্বাস্থ্যপরীক্ষার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে হাওড়া ব্রিজে, জেনে নিন কবে, কখন

সপ্তাহান্তে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ, বিকল্প রাস্তার কথা জানিয়েছে কলকাতা পুলিশ।

Howrah Bridge will be closed due to its maintainance and checkup this weekend
Published by: Sucheta Sengupta
  • Posted:November 15, 2024 7:43 pm
  • Updated:November 15, 2024 8:15 pm  

অর্ণব আইচ: হবে স্বাস্থ্যপরীক্ষা, রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে সপ্তাহান্তে রাত থেকে ভোর, পাঁচ ঘণ্টার জন্য পুরোপুরি যানবাহন বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। যার জন্য বিকল্প রাস্তার কথাও বলা হয়েছে পুলিশের তরফে। মনোজ বর্মার বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত কোনও যানবাহন চলবে না রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে। তার পর থেকে অবশ্য আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। স্বাভাবিক যান চলাচল করবে।

শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত যে হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ থাকবে, তার জন্য বিকল্প রুটে তা চলতে পারবে। সেগুলি হল –

Advertisement
  • স্ট্র্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে নিবেদিতা সেতু দিয়ে পরিবহণ স্বাভাবিক থাকবে।
  • সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে যেতে হবে।
  • ব্র্যাবোর্ন রোড দিয়ে যাতায়াতকারী গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যেতে পারবে।
  • দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজমুখী গাড়িগুলি বিদ্যাসাগর সেতু দিয়ে  ঘুরিয়ে দেওয়া হবে।
  • এছাড়া গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।
  • হাওড়ার পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলিকে ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

রবিবার থেকে ভোর সাড়ে ৪টের পর থেকে অবশ্য হাওড়া ব্রিজ দিয়ে যে কোনও রকম গাড়ি চলতে পারবে। এর আগে ২০২৩ সালেও একবার স্বাস্থ্যপরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য কয়েকঘণ্টাই বন্ধ রাখা হয়েছিল হাওড়া ব্রিজ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement