অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের বিজেপির হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহাকে ফোনে খুনের হুমকি দেওয়া হল। তাঁর অভিযোগ, এবারও তাঁকে একই ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। দু’দিন আগেই তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়ায় তিনি নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, তাতেও কোনও কাজ হয়নি। বৃহস্পতিবার দোলের দিন ফের তাঁকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। এই নিয়ে আজ শুক্রবারই তিনি ফের হাওড়া সিটি পুলিশের দ্বারস্থ হচ্ছেন।
প্রসঙ্গত, দু’দিন আগেই বিজেপির হাওড়া জেলা সদর সভাপতিকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়। এমনকী জেলা বিজেপির দলীয় কার্যালয়ে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এই অভিযোগ নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপির হাওড়া জেলার সদর সভাপতি সুরজিৎ সাহা। বুধবার তিনি অভিযোগ করেছিলেন, গত ১৮ ও ১৯ মার্চ রাতে তাঁকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। ওই যুবক ফোন করে সুরজিৎ সাহাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। সুরজিৎ জানান, ওই যুবক ফোনে বলেন, ভেঙে দেওয়া হবে বিজেপির জেলার দলীয় কার্যালয়। এমনকী বিজেপির জেলা সভাপতিকে বিজেপি না ছাড়লে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরপর দু’দিন রাতেই একই নম্বর থেকে ফোন আসে বলে অভিযোগ করেন সুরজিৎ। ফোন করে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়া হয় বিজেপির জেলা সভাপতিকে।
এরকম একগুচ্ছ অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা নির্বাচন কমিশনে অভিযোগ জানান। অভিযোগের তির এক তৃণমূল কর্মীর বিরুদ্ধেই। এই প্রসঙ্গে হাওড়ায় নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিষেক কুমার তিওয়ারি জানিয়েছিলেন, অভিযোগ তাঁর কাছে এলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তৃণমূলের হাওড়া জেলা সদর সভাপতি অরূপ রায় জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তবে অভিযোগ প্রমাণ হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নিক বলেও জানান অরূপ রায়। এরপর ফের বিজেপির জেলা সভাপতিকে ফোনে খুনের হুমকি দেওয়ায় নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চরমে উঠল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.