গৌতম ব্রহ্ম: ছুটির মৌতাতে ভাসতে চলেছে আগামী বছর। শুক্রবার নবান্নের অর্থ দপ্তর ২০২৫ সালের ছুটির তালিকা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে, পঁচিশের দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর, চতুর্থীতে। ২ অক্টোবর দশমী। ৩ এবং ৪ অক্টোবর দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি বরাদ্দ করা হয়েছে। ৫ অক্টোবর রবিবার। ৬ অক্টোবর লক্ষ্মীপুজো। ৭ তারিখ লক্ষ্মীপুজোর জন্য অতিরিক্ত ছুটি। দুটি অতিরিক্ত ছুটি ও একটি রবিবার পড়ায় দুর্গাপুজোর সঙ্গে লক্ষ্মীপুজোর ছুটি মিশে যাচ্ছে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা বারো দিনের ছুটি! তবে ক্যালেন্ডারের হিসেব বলছে, ২০২৪ সালে পুজোর ছুটি ছিল মোট ১৫ দিন। সেই তুলনায় আগামী বছর কমছে পুজো ছুটির দিন। কালীপুজোর সময় যদিও টানা ৯ দিন ছুটি উপভোগ করা যাবে।
তবে ছুটি নষ্টের বহরও খুব কম নয়। মহার্ঘ্য আটটি ছুটি রবিবার পড়েছে। ফলে সাধারণ ছুটির সঙ্গে মিশে যাওয়ায় কিছুটা মুখ ব্যাজার সরকারি কর্মীদের। যেমন, ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছুটি হওয়ার কথা। ওই দিনটি রবিবার পড়ায় আলাদা ছুটি মিলছে না। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, ৬ এপ্রিল রামনবমী, ৬ জুলাই মহরম, ১৩ জুলাই কবি ভানু ভক্তের জন্মদিন, ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী – এই সাতদিনের সবকটাই রবিবার। এবার জন্মাষ্টমী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস। অর্থাৎ এখানেও বাতিল একটা ছুটি! গান্ধী জয়ন্তীর দিন বিজয়া দশমী। অতএব, ছুটি নষ্ট।
অবশ্য লম্বা উইকএন্ড চব্বিশের মতো ২০২৫ সালেও পাওয়া যাবে। থাকছে বিভাগীয় ছুটিও। আগামী বছর ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পূরব উপলক্ষে বিভাগীয় ছুটি থাকছে। ১২ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে ছুটি। ১৯ এপ্রিল ইস্টার উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ছুটি রয়েছে। আদিবাসীদের বিভাগীয় ছুটি থাকবে ৩০ জুন, হুল দিবস উপলক্ষে। তাই এই দিনগুলোতেও অফিসমুখো হতে হবে না সরকারি কর্মীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.