Advertisement
Advertisement

Breaking News

R G Kar Case

আর জি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্ত কতদূর? তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের

সিবিআই কোর্টে জানিয়েছিল, তারা এখনও তদন্ত চালাচ্ছে।

How far is CBI's investigation in R G Kar case, Sealdah court orders to submit report
Published by: Subhankar Patra
  • Posted:February 21, 2025 8:48 am
  • Updated:February 21, 2025 2:37 pm  

স্টাফ রিপোর্টার: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় তদন্ত কতটা এগিয়েছে, সিবিআইকে আগামী সোমবারের মধ্যে তা জানাতে বলল শিয়ালদহ আদালত। তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চেয়ে আদালতে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। সেই শুনানিতে এমন নির্দেশ আদালতের।

গত বছরের ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে (RG Kar Hospital) ঘটে যাওয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ওই ঘটনার ৫ মাস ৯ দিন পরে, গত ২০ জানুয়ারি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু সিবিআই কোর্টে জানিয়েছিল, তারা এখনও তদন্ত চালাচ্ছে। এদিকে হাই কোর্টে সঞ্জয়ের ফাসির দাবি জানিয়ে আবেদন করেছে সিবিআই।

Advertisement

বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে জানান, সিবিআই ৯০ দিনের মধ্যে অতিরিক্ত চার্জশিট পেশ করেনি। পরবর্তী ৯০ দিনের মধ্যে তদন্তের কী অগ্রগতি হয়েছে, তা-ও অভিযোগকারীর পরিবারকে জানানো হয়নি সিবিআইয়ের তরফে। ওঁর সওয়ালের ভিত্তিতেই আদালত সিবিআইকে সোমবারের মধ্যে এই সংক্রান্ত তথ‌্য পেশ করার নির্দেশ দিয়েছে।

এদিকে আর জি করে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হাই কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, এদিন সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পরবর্তীতে মামলার শুনানি হবে নতুন বেঞ্চে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement