Advertisement
Advertisement

Breaking News

Buddhadeb Bhattacharya

হাসপাতাল থেকে ছুটি বুদ্ধদেব ভট্টাচার্যের, আগামী একমাস বাড়িতেই থাকবেন পর্যবেক্ষণে

বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি ফেরাতে হাসপাতালে পৌঁছে যান স্ত্রী মীরা ভট্টাচার্য।

Hospital releases former Bengal CM Buddhadeb Bhattacharya | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 9, 2023 12:01 pm
  • Updated:August 9, 2023 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে বাড়িতে আগামী একমাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। চলবে ফিজিওথেরাপি।

বুধবার সকালে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, এখন অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Buddhadeb Bhattacharjee)। বাড়ি যেতে পারবেন শুনে দারুণ আনন্দ পেয়েছেন তিনি। তাঁর মুখে চওড়া হাসি। চিকিৎসকদের আশীর্বাদও করেছেন তিনি। তবে একইসঙ্গে বুদ্ধবাবুর জন্য তৈরি ডাক্তারদের মেডিক্যাল বোর্ড জানায়, পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরলেও আগামী একমাস তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ হোম কেয়ারে থাকবেন তিনি। ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে থাকবেন এই হাসপাতালেরই নার্স। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার আপডেট নিতে প্রতিদিনই হাসপাতালের তরফে একজন চিকিৎসক যাবেন তাঁর বাড়িতে। 

Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ার দিন ওয়ানডে ক্রিকেট নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সূর্যকুমারের]

উল্লেখ্য, বাড়িতেও যাতে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তার জন্য মঙ্গলবার তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে ঘুরে যায় চিকিৎসকদের একটি দল। চিকিৎসকরা জানান, আপাতত রাইলস কিউব দিয়ে খাওয়ানো হবে। তবে তার পাশাপাশি তরল খাবার সরাসরি খেতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে চলবে সোয়ালো থেরাপিও।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফুসফুসে সংক্রমণ (Lung Infection) নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখানেই তাঁর চিকিৎসা হয় বরাবর। ইনভেসিভ ভেন্টিলেশনে প্রথমে রাখা হয়েছিল তাঁকে। পরে সংক্রমণের মাত্রা কমায় তাঁকে ধীরে ধীরে সেখান থেকে বের করা হয়। তবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছিলেন না চিকিৎসকরা। সবদিক দেখার পর তবেই এদিন তাঁকে ছুটি দেওয়া হয়। বুদ্ধবাবুকে বাড়ি নিয়ে যেতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য।

[আরও পড়ুন: ৪৪ % নারীপাচারে যোগ বন্ধুদের! পরিসংখ্যান তুলে অভিভাবকদের সতর্কবার্তা পুলিশের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement