সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ জুলাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিবস৷ বাঙালির কাছে এই দিনটি শ্রদ্ধাজ্ঞাপনের৷ রাজ্যের বিভিন্ন স্থানে অনেকেই এই দিন পালন করে থাকেন৷ বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও-র তরফেও সোমবার বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে৷ আলিপুর চিড়িয়াখানার উলটোদিকে ডিএসও-র সেই অনুষ্ঠান ঘিরেই ফের বিতর্ক৷ ফের একবার শিরোনামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৷
ডিএসও-র শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে ‘বর্ণপরিচয়’ স্রষ্টার যে ছবি দেওয়া, তার নিচে বাংলা নয়, হিন্দিতে লেখা – মহান ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবসে শ্রদ্ধাঞ্জলি৷ আর এখানেই বিতর্ক উসকে উঠেছে৷ বাঙালিকে যে ব্যক্তি হাত ধরে বাংলা ভাষা শিখিয়েছেন, তাঁকেই শ্রদ্ধা জানানোর ভাষা বাংলা নয়, হিন্দি!কলকাতার বুকে একটি বামপন্থী ছাত্র সংগঠনই বা কীভাবে নিজেদের আদর্শের জায়গা থেকে সরে এসে হিন্দিকে আপন করে নিল, ডিএসও-র শ্রদ্ধাজ্ঞাপনের এই ছবি ভাইরাল হতেই নানা মহলে এই প্রশ্ন উঠছে৷ সরব হচ্ছেন সকলে৷
এই বিদ্যাসাগর আবেগেই মাস দুই আগে কলকাতা উত্তাল হয়ে উঠেছিল৷ মে মাসের একেবারে গোড়ার দিকে তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর প্রচার মিছিল ঘিরে ধুন্ধুমার হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সদস্যদের উপর মিছিল থেকে হামলার অভিযোগ ওঠে৷ সেই বিশৃঙ্খলাই গিয়ে পৌঁছয় বিদ্যাসাগর কলেজে৷ প্রবেশদ্বারে বসানো বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙে যায়৷ গোটা ঘটনায় অভিযোগের তির ওঠে বিজেপি সদস্যদের বিরুদ্ধেই, যার অধিকাংশই ভিনরাজ্যের এবং অবাঙালিভাষী৷ বাঙালির আবেগে এমন আঘাত মেনে নিতে পারেননি রাজ্যবাসী৷ এই একটি ইস্যুতে রাজনীতি ভুলে রাজপথে প্রতিবাদে নেমেছিলেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ৷ রাজ্য সরকারও এর তীব্র বিরোধিতা করে তড়িঘড়ি নতুন করে বিদ্যাসাগরের মূর্তি পুনর্স্থাপন করে বিদ্যাসাগর কলেজের প্রবেশদ্বারে৷
এই পর্বের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে বিদ্যাসাগর৷ এবং এবার ভাষা নিয়ে৷ বাঙালি পণ্ডিতের মৃত্যুদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মঞ্চে কোনও বাংলা শব্দই নেই৷ গোটা পোস্টার জুড়েই হিন্দি ভাষা, যা অন্তত এই শহরের ঐতিহ্যের সঙ্গে একেবারেই বেমানান৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.