Advertisement
Advertisement
SSKM Hospital

এসএসকেএমের হস্টেলে হিন্দু-মুসলিম এক ঘরে, ক্ষোভ হবু ডাক্তারের বাবার

এসএসকেএমের এই ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকমহল।

Hindu and Muslim student are room partner in SSKM Hospital hostel sparks controversy in social media | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:March 8, 2022 9:50 pm
  • Updated:March 8, 2022 10:35 pm

অভিরূপ দাস: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছেন এক ছাত্র। আনন্দের চেয়ে দুঃখই বেশি তাঁর বাবার। কারণ? হস্টেলে পুত্রর ‘রুমমেট’ একজন সংখ্যালঘু। মুর্শিদাবাদের ওই ছাত্র তাঁর ছেলের সঙ্গে থাকবে! ভাবতেই পারছেন না তিনি। এ বিষয় নিয়েই অসন্তোষের আবহ তৈরি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে শহরের চিকিৎসক মহল। 

২ মার্চ থেকে এসএসকেএম এমবিবিএস ( MBBS) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। এর মধ্যেই সোশ্যাল সাইটে উষ্মা প্রকাশ করে হবু ডাক্তারে লেখেন, “প্রতি রুমে দু’জন করে ছাত্র। অত্যন্ত অস্বস্তিকর বিষয় আমার ছেলের রুমমেট একজন মুসলিম। আপাতত কিছুদিন এই রুমমেটের সঙ্গেই ওকে থাকতে হবে।’

Advertisement

SSKM Hospital hostel incident 1

[আরও পড়ুন: বিধানসভায় হেনস্তার অভিযোগ এনে স্পিকারকে বৈঠকের প্রস্তাব রাজ্যপালের, কড়া জবাব তৃণমূলের]

এখানেই শেষ নয়, কতদিন ছেলেকে ওই মুসলিম ছেলের সঙ্গে থাকতে হবে? হোস্টেল ইনচার্জকে এমন প্রশ্ন করেছেন ওই অভিভাবক। এও জানিয়েছেন, দ্রুত যেন তাঁর ছেলের ঘর বদলে দেওয়া হয়। এই বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় বয়ে যায়। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক ডা. কৌশিক চাকি জানিয়েছেন, এমন ঘটনাকে লজ্জাজনক বললেও কম বলা হয়। যিনি এহেন মন্তব্য করছেন তাঁর ছেলে চিকিৎসার মতো এক সম্মাজনক পেশায় আসতে চলেছেন। যে পেশার মূল শর্তই হল ধর্ম, জাত, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের চিকিৎসা করতে হবে। সেখানে এ কী রকম মানসিকতা?

এই প্রসঙ্গে AIDSO মেডিক্যাল ইউনিটের আহ্বায়ক ডা. শামস মুসাফির জানিয়েছেন, বিদ্বেষমূলক এই পোস্ট ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষমা চেয়ে নিয়েছেন ওই ছাত্র (Student)। তিনি লিখেছেন, ‘বাবার সমস্যা রয়েছে। কিন্তু মুসলিম ছাত্রর সঙ্গে ঘর শেয়ার করতে আমার কোনও সমস্যা নেই।’

SSKM Hospital hostel incident 1

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট: ভাড়ার বিমান নিয়ে নবান্নে স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিমানবন্দরে বিক্ষোভ তৃণমূলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement