Advertisement
Advertisement

বাগে আনা যাচ্ছে না পেট্রল-ডিজেলের দাম, অব্যাহত জ্বালানি যন্ত্রণা

শহরে পেট্রল ৮৫ টাকা ছুঁইছুঁই৷

Hike in petrol price, diesel stagnant
Published by: Kumaresh Halder
  • Posted:September 20, 2018 12:37 pm
  • Updated:September 20, 2018 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই বাগে আনা যাচ্ছে না পেট্রল ও ডিজেলের দাম৷ বেপরোয়া ভাবে প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে জ্বালানি যন্ত্রণা৷ বুধবারও নিজের রেকর্ড নিজেই ভেঙে পেট্রলের দাম প্রায় ৮৫ টাকা ছুঁইছুঁই৷ আজ, বৃহস্পতিবার ছয় পয়সা বেড়ে শহর কলকাতায় পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮৪.০৭ টাকা ও ডিজেল লিটার প্রতি ৭৫.৭২ টাকায়৷ নতুন দাম অনুযায়ী দিল্লিতে পেট্রল লিটার প্রতি ৮২.২২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৭৩.৮৭ টাকায় বিক্রি চলছে৷ মুম্বইয়ে পেট্রল লিটার প্রতি ৮৯.৬০ টাকা ও ডিজেল লিটার প্রতি ৭৮.৪২ টাকায় দাঁড়িয়েছে৷ চেন্নাইয়ে পেট্রল লিটার প্রতি ৮৫.৪৮ টাকা ও ডিজেল লিটার প্রতি ৭৮.১০ টাকায় বিক্রি হচ্ছে৷

[৩৩ বছরের লজ্জা মুছে শাস্তিযোগ্য তিন তালাক, সিলমোহর রাষ্ট্রপতির]

কিন্তু, কেন বাড়ছে জ্বালানি তেলের দাম? পরিসংখ্যান বলছে, ডিলাররা কিনছেন কম-বেশি ৪৯ টাকার কাছাকাছি৷ ডিলাররা কমিশন (দামের উপর নির্ভর করে) বাবদ ৪ টাকা পেয়ে থাকেন৷ কেন্দ্রের অন্তঃশুল্ক প্রায় ২১ টাকা ও রাজ্যের সেস ১ টাকা চাপানোর পর নির্ধারিত হয় তেলের দাম৷ একই ভাবে ডিজেলের ক্ষেত্রেও ডিলাররা কেনেন কমবেশি ৪৮ টাকায়৷ কমিশন মেলে কমবেশি তিন টাকার কাছাকাছি৷ কেন্দ্রের অন্তঃশুল্ক ১৬ টাকা ও রাজ্যের ভ্যাট (১৭.৫৪%) অর্থাৎ ন’টাকা ও রাজ্যের সেস এক টাকার কাছাকাছি৷ পেট্রোপণ্যের উপর কর বাবদ কেন্দ্রের আয় কমপক্ষে প্রতিদিন ৬২৭ কোটি টাকা৷ পেট্রোপণ্যের উপর রাজ্যের আয় দিনে ৫৭৩ কোটি টাকা৷ বিরোধীদের অভিযোগ, পেট্রোপণ্যের পর কেন্দ্র ও রাজ্য সরকার তাদের চাপানো কর কিছুটা লাঘব করে, তাহলে কিছুটা হলেও আয়ত্তে আনা যায় জ্বালানি তেলের দাম৷

Advertisement

[রাম মন্দির তৈরি হলেই শেষ হবে হিন্দু-মুসলিম সংঘাত, দাবি মোহন ভাগবতের]

যদিও, তেল আমদানি করতে বিপুল পরিমাণ ভরতুকি গুনতে হয় কেন্দ্রকে৷ অভিযোগ, জ্বালানি তেলের জন্য কেন্দ্র মোটা অঙ্কের ভরতুকি দিলেও পেট্রোপণ্যের উপর কর চাপিয়ে ঘুরপথে সেই অর্থ উসুল করার কাজ চলছে৷ ফলে, লাফিয়ে বাড়ছে তেলের দাম৷ যদিও, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে রাজ্য সরকারের তরফে এক টাকা তেলের দাম কমানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, তেলের দাম আকাশ ছুঁলেও কেন্দ্রের তরফে এখনও কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ বিরোধীদের দাবি মেনে পেট্রোপণ্যকে জিএসটির মধ্যেও ঢোকানো হয়নি৷ ফলে, প্রতিদিনই কেন্দ্রের চাপানো করের বোঝা বইতে হচ্ছে আমজনতাকেই৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement