ছবি: প্রতীকী।
স্টাফ রিপোর্টার: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ঐতিহাসিক জায়গায় ভ্রমণ বা মিউজিয়াম পরিদর্শন করার সুযোগ পাবে। উচ্চমাধ্যমিকে পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে কিছু বদল এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫ শিক্ষাবর্ষে যা চালু হবে। পাঠ্যক্রমে ইতিহাসের চতুর্থ সেমেস্টারে নিকটবর্তী ঐতিহাসিক স্থানে ভ্রমণ এবং মিউজিয়াম পরিদর্শনের বিষয়গুলি যুক্ত করা হয়েছে। শুধু ভ্রমণ নয়, ঐতিহাসিক নিদর্শন নিয়ে পরীক্ষায় লিখতে হবে পড়ুয়াদের। এই বিষয়ে পরীক্ষার্থীদের জন্য ২০ নম্বর ধার্য করা হয়েছে। তবে এই ভ্রমণ বা মিউজিয়াম পরিদর্শন স্কুলগুলি করাবে নাকি, ব্যক্তিগতভাবে করতে হবে তা স্পষ্ট নয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন বদলানো হয়েছে। সেই সঙ্গে বদলাতে হয়েছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচিও। প্রথম পর্যায়ে পরিবর্তনের পর তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। নয়া সিলেবাসে বেশ কিছু বিষয় পড়ুয়াদের পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। ফলে ফের পরিবর্তন করতে হয় পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে। শুক্রবার বদল হওয়া বেশ কিছু জিনিস যেমন বাদ পড়েছে, আবার নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে এই পাঠ্যক্রমে। ইংরেজি, বাংলা, ইতিহাস-সহ ১৯টি বিষয়ে পাঠ্যক্রমে সামান্য অদলবদল করা হয়েছে বলে সংসদের দাবি। পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতা ও সামান্য বিনোদনের সুযোগ যাতে থাকে তার জন্য পাঠ্যক্রম কিছুটা বদল করা হয়েছে বলে সংসদের বক্তব্য।
চলতি বছরের শুরুতে যখন উচ্চমাধ্যমিকের নয়া পাঠ্যক্রম তৈরি করা হয়, তখন ইতিহাসের পাঠক্রমে এই ধরনের কোনও প্রশিক্ষণ বা কর্মসূচির উল্লেখ ছিল না। পাঠ্যক্রম পরিমার্জনের পর এই নতুন বিষয় সংযোজন করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই নতুন বিষয় যুক্ত করায় খুশি ইতিহাসের শিক্ষকেরা। তাঁরা বলছেন, ইতিহাস মানে শুধু পাঠ্যবই মুখস্থ করা নয়। স্কুলের চৌহদ্দি পেরিয়ে স্থানীয় ইতিহাস জানা অত্যন্ত জরুরি। তাতে পড়ুয়াদের যেমন জ্ঞান বৃদ্ধি পাবে, পাশাপাশি সেই জায়গার ঐতিহাসিক গুরুত্বের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ থাকবে।
এ প্রসঙ্গে ইতিহাসের শিক্ষক সুব্রত রায় বলেন, “এই ধরনের কার্যকরী বিষয় পাঠ্যক্রমে যুক্ত হওয়ায় পড়ুয়াদের জ্ঞান অর্জনের পাশাপাশি, ঐতিহাসিক নিদর্শন সম্বন্ধে আগ্রহ বাড়বে। ইতিহাস পড়ুয়াদের নিজের দেশের সভ্যতা, সংস্কৃতির নিদর্শন চাক্ষুষ করা অত্যন্ত প্রয়োজন। এতে পড়ুয়ারা বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যবাহী স্থান এবং স্থাপত্যের বিবর্তন সম্বন্ধে ওয়াকিবহাল হবে।” ঐতিহাসিক স্থানে ভ্রমণ এবং মিউজিয়াম পরিদর্শন ছাড়াও পরিবর্তিত পাঠ্যক্রমে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট যুক্ত করা হয়েছে।
তাছাড়া প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতের কি পরিস্থিতি হয়েছিল, তাও যুক্ত করা হয়েছে সংযোজিত পাঠ্যক্রমে। বাদ পড়েছে আমেরিকা, চিন এবং পাকিস্তানের সাপেক্ষে পরিবর্তিত বিদেশনীতি। এর জায়গায় আনা হয়েছে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস। শুধু ইতিহাস নয়, উল্লেখযোগ্যভাবে ইংরেজি বিষয়েও পরিবর্তন করা হয়েছে । ইংরেজির ক্ষেত্রে বেশ কিছু বিষয় সিলেবাসে যুক্ত করা হয়েছে। পাশাপাশি স্কুলগুলিকে বলা হয়েছে, তারা যে বিষয়বস্তুগুলিকে কঠিন মনে করছে সেগুলি বাদ দিয়ে এই বিষয়গুলি পড়াতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.