Advertisement
Advertisement
WB HS Result 2023

WB HS Result 2023: ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু

পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর।

WB Higher Secondary (HS) Result 2023 out, 87 students are in 1st 10 rankings | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 24, 2023 12:24 pm
  • Updated:May 24, 2023 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল (West Bengal HS Result 2023)। এবছর পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। সে জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। এই তালিকার দশম স্থানে রয়েছে কলকাতা।

গত ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher secondary Exam)। শেষ হয় ২৭ মার্চ। মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। যাঁদের মধ্যে পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫%। ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের মধ্যে পাশ করেছেন ৮৭.২৬ শতাংশ। এবার মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ৮৭ জন পরীক্ষার্থী। প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। 

Advertisement

[আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!]

দ্বিতীয় স্থানে দু’জন। বাঁকুড়ার সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯%)। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন চারজন। চন্দ্রবিন্দু মাইতি (তমলুক), অনুসূয়া সাহা (বালুরঘাট), পিয়ালী দাস (আলিপুরপদুয়ার), শ্রেয়া মল্লিক (বালুরঘাট)। ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন শ্রীজিতা বসাক (দক্ষিণ দিনাজপুর), নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (নরেন্দ্রপুর), প্রেরণা পাল (উত্তর ২৪ পরগনা)। পঞ্চম স্থানাধিকারীরা পেয়েছেন ৪৯২ নম্বর। এই স্থানে রয়েছেন কৌস্তভ কুণ্ডু (হুগলি), ঋষিতা সিনহা মহাপাত্র (বোলপুর), দীপ্তার্ঘ্য দাস (পূর্ব মেদিনীপুর), অঙ্কিতা ঘড়াই (পুরুলিয়া)।

এদিকে, উর্দু ভাষায় প্রথম হয়েছেন মহম্মদ আসান (৪৮৬), নেপালি ভাষায় প্রথম কালিম্পংয়ের স্নেহা (৪৬৫)। সাঁওতালি ভাষায় প্রথম তিনজন হলেন বিবেক সোরেন (বাঁকুড়া), মৌসুমী টুডু (ঝাড়গ্রাম) এবং সরস্বতী বাসকে (ঝাড়গ্রাম)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৭২। 

উল্লেখ্য, এবছর যাঁরা উচ্চমাধ্যমিকে বসেছিলেন, কোভিড অতিমারীর কারণে তাঁরা ২০২১ সালে মাধ্যমিক দিতে পারেননি। ফলে এটাই ছিল তাঁদের জীবনের প্রথম কঠিন পরীক্ষা। যার পাশের হার চমকপ্রদ বলেই মনে করছে শিক্ষামহল। আগামী ৩১ মে স্কুল থেকে শংসাপত্রের প্রতিলিপি দেওয়া হবে। পাশাপাশি স্ক্রুটিনির জন্য অনলাইনে অফিশিয়াল সাইটে ৩১ মে রাত থেকে ১৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

[আরও পড়ুন: বৃহস্পতিবার এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা! দেখা করতে পারেন নিহতদের পরিবারের সঙ্গে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement