সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিক মানে জীবন গড়ার সোপান। যা ঠিক করে দেয় পড়ুয়াদের ভবিষ্যৎ। বুধবারই সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ (West Bengal HS Result 2023) করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে অনলাইনে জানা যাবে ফলাফল। এরই পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (WB Higher Secondary Result 2023) এবার সরাসরি জানা যাবে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেও। জেনে নিন পদ্ধতি।
www.sangbadpratidin.in ওয়েবসাইটে ঢুকলেই উচ্চমাধ্যমিক ফলাফল (Higher Secondary Result 2023) সংক্রান্ত একটি পপ আপ আপনার নজরে পড়বে। তাতে ক্লিক করুন। তারপর https://wbhsresults.sangbadpratidin.in ক্লিক করে নির্দিষ্ট জায়গায় ছাত্র বা ছাত্রীর রোল নম্বর টাইপ করলেই কেল্লাফতে। জানা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল।
বুধবার সকালের সংবাদ প্রতিদিন সংবাদপত্রেও একটি কিউ আর কোড থাকবে। সেখানে স্ক্যান করেও https://wbhsresults.sangbadpratidin.in ওয়েবসাইটের লিঙ্কে ঢুকতে পারেন। তারপর একইভাবে ছাত্র বা ছাত্রীর রোল নম্বর টাইপ করলে জানা যাবে ফলাফল। মনে রাখবেন, বেলা সাড়ে ১২টার পর থেকেই কিন্তু অনলাইনে ফলাফল জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.