Advertisement
Advertisement

Breaking News

শিক্ষক দিবসে কলেজগুলিকে ২০ হাজার টাকা অনুদান রাজ্যের

সেরা শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ পুরষ্কার দেওয়া হবে৷

higher education dept west bengal donates 20 thousand to state colleges
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 10:25 am
  • Updated:July 25, 2022 12:51 pm  

স্টাফ রিপোর্টার: শিক্ষক দিবস উদযাপনে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে কুড়ি হাজার টাকা দিল রাজ্য সরকার৷ আগামী সোমবার শিক্ষক দিবসের দিন কলেজ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ শিক্ষকদের উপহার দেওয়া হবে৷ শুক্রবার নবান্নে একথা জানান তথ্য সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য৷

রাজ্যের মোট ৪৫টি সরকারি ডিগ্রি কলেজ, ৪২০টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও ১৭টি বিশ্ববিদ্যালয়কে যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হচ্ছে৷ ছাত্র-শিক্ষক সম্পর্ক ভাল রাখতে ও শিক্ষাক্ষেত্রে সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত বলে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ এছাড়াও আগামী সোমবার দুপুরে নজরুল মঞ্চে সেরা শিক্ষক শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ পুরষ্কার দেওয়া হবে৷ সেরা বিদ্যালয় সম্মান পুরষ্কারও প্রদান করা হবে৷ অনুষ্ঠানটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement