স্টাফ রিপোর্টার: সোমবার থেকে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে এক সপ্তাহের সাময়িক ছুটি। তার জেরে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, স্কুলগুলিকে ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে বলা হয়েছিল। তবে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তাপপ্রবাহের কারণে হঠাৎ স্কুলে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। সেকারণেই যে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া বাকি রয়েছে, সেগুলির জন্য পরীক্ষা সূচি সংশোধন করল সংসদ। সোমবার সংসদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ থেকে ২৯ এপ্রিলের মধ্যে নিতে হবে একাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা।
একইসঙ্গে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর অনলাইনে জমা করার সময়সীমাও বাড়ানো হয়েছে। বলা হয়েছে, ১৫ মে পর্যন্ত সংসদের অনলাইন পোর্টালের মাধ্যমে একাদশের নম্বর জমা করা যাবে। তবে, সংসদের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বলা রয়েছে, প্রতিষ্ঠানের তরফে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ২৮ এপ্রিলের মধ্যে। যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার সংশোধিত সূচিতে ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সেখানে ২৮ এপ্রিলের মধ্যে ফল প্রকাশ করা কী করে সম্ভব? প্রশ্ন তুলছে শিক্ষক মহলের একাংশ। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘এই বিজ্ঞপ্তিতে সংসদ ফল প্রকাশের দিন যে নিশ্চিতভাবেই ২৮ এপ্রিলের মধ্যে হবে না, তা বলতে ভুলে গিয়েছে। শুধু তাই নয়। নতুন দিন বলতেও পারলেন না।
আগামী মে মাসের প্রথম সপ্তাহে যে দ্বাদশের ক্লাস শুরু হতে পারছে না আগের বিজ্ঞপ্তি অনুসারে, সে ব্যাপারেও কোনও কথা এই বিজ্ঞপ্তিতে নেই।’’ প্রসঙ্গত, তাপপ্রবাহের কারণে রবিবারই রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তঁার ঘোষণার পরেই একে একে ছুটির নির্দেশিকা জারি করে দফতর, পর্ষদ ও সংসদ। নির্দেশিকা মোতাবেক সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই, অধিকাংশ বেসরকারি স্কুলও সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে। তবে, বেশ কয়েকটি বেসরকারি স্কুল এক-দু’দিনের মধ্যে অনলাইন ক্লাস চালু করতে চলেছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.