Advertisement
Advertisement
TET

ফল নিয়ে সংশয় প্রকাশ পরীক্ষার্থীদের, পর্ষদকে টেটের উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিল হাই কোর্ট

উত্তরপত্র দেখাতে প্রস্তুত পর্ষদ।

High Court ordered board to publish TET's answer sheet | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 21, 2022 9:02 pm
  • Updated:January 21, 2022 9:04 pm  

শুভঙ্কর বসু: এবার টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের (TET) উত্তর পত্র বা ওএমআর সিট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার এক মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দ্রুত এই ওএমআর (OMR) দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদও জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে ওএমআর শিট দেখাতে তাঁদের কোনও সমস্যা নেই। ২০১৪ সালের টেটের এক পরীক্ষার্থী শান্তনু সিট মামলা দায়ের করে দাবি করেছেন তাঁর পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, টেটের ফল নিয়ে সংশয় রয়েছে। তাই ওএমআর সিট দেখানোর দাবি জানান তিনি। কিন্তু নিয়ম অনুযায়ী এই ওএমআর শিট দেখানো হয় না।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরিতে উদ্যোগী নবান্ন, কলকাতার আশপাশে শুরু জমির খোঁজ]

শান্তনুর পাশাপাশি আরও ২৭ জন আদালতে এই একই দাবি করেছেন। তাঁদের দাবি, ওএমআর সিট দেখালেই স্পষ্ট হয়ে যাবে যে কে কেমন পরীক্ষা দিয়েছেন। এই মামলার প্রেক্ষিতেই শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, মামলাকারীদের ওএমআর সিট দিতে হবে। প্রাথমিক পর্ষদকে এই প্রথমবার কোনও মামলার প্রেক্ষিতে ওএমআর সিট দেখানোর নির্দেশ দেওয়া হল। যদিও পর্ষদের ওএমআর দেখাতে কোনও আপত্তি নেই বলেই জানানো হয়েছে।

[আরও পড়ুন: IAS ক্যাডার রুলে কেন্দ্রের সংশোধনী প্রস্তাব অসাংবিধানিক পদক্ষেপ, মত দুই প্রাক্তন আমলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement