Advertisement
Advertisement
Holidays

একই দিনে অষ্টমী-নবমী, দোল-হোলিও, কদিন ছুটি নষ্ট হচ্ছে এই বছর?

একঝলকে দেখে নিন ছুটির তালিকা।

Here is the lists of holidays in this year
Published by: Sucheta Sengupta
  • Posted:November 10, 2023 4:28 pm
  • Updated:March 13, 2024 6:29 pm  

গৌতম ব্রহ্ম: আর কয়েকদিন পরেই দোলযাত্রা। একই দিনে পড়েছে দোল ও হোলি। আর তা সোমবার পড়ায় পরেরদিনই রয়েছে অফিস। তাই মাত্র একদিনের ছুটিতে বেরাতে যাওয়ার পরিকল্পনা করা অসম্ভব। মন ভালো নেই অনেকরই। NIA অনুযায়ী, সারা বছর মোট ছুটির (Public Holidays) সংখ্যা ২২। আর নবান্নের দেওয়া বিজ্ঞপতি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মীদের জন্য এই ছুটির দিনের হিসেবে কাঁটায় কাঁটায় মিলবে না। কারণ, অঞ্চল ভিত্তিক বেশ কিছু উৎসবে রাজ্য সরকার ছুটি দিয়ে থাকে।

একঝলকে দেখে নেওয়া যাক এই বছরের ছুটির তালিকা – 

Advertisement

স্বামী বিবেকানন্দের জন্মদিন – ১২ জানুয়ারি (শুক্রবার)
নেতাজি জয়ন্তী – ২৩ জানুয়ারি (মঙ্গলবার)
সাধারণতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি (শুক্রবার)
সরস্বতী পুজো – ১৪ ফেব্রুয়ারি (বুধবার)
দোলযাত্রা – ২৫ মার্চ (সোমবার)
গুড ফ্রাইডে – ২৯ মার্চ (শুক্রবার)
ইদ-উল-ফিতর – ১১ এপ্রিল (বৃহস্পতিবার)
শ্রমিক দিবস – ১ মে (বুধবার)
রবীন্দ্র জয়ন্তী – ৮ মে (বুধবার)
বুদ্ধপূর্ণিমা – ২৩ মে (বৃহস্পতিবার)
বকরি ইদ – ১৭ জুন (সোমবার)
মহরম – ১৭ জুলাই (বুধবার)
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট (বৃহস্পতিবার)
গান্ধী জয়ন্তী + মহালয়া – ২ অক্টোবর (বুধবার)
দুর্গাপুজো – সপ্তমী – ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপুজো – অষ্টমী+ নবমী – ১১ অক্টোবর (শুক্রবার)
দুর্গাপুজো – দশমী – ১২ অক্টোবর (শনিবার)
লক্ষ্মীপুজো – ১৬ অক্টোবর (বুধবার)
কালীপুজো – ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)
গুরু নানকের জন্মদিন – ১৫ নভেম্বর (শুক্রবার)
ক্রিসমাস – ২৫ ডিসেম্বর (বুধবার)

তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য় এই ছুুটি আরও কয়েকদিন বেশি। এখানে শিবরাত্রি, শবেবরাত, রাখিবন্ধন, জন্মাষ্টমী, ভাইফোঁটা, ছটপুজো-সহ একাধিক উৎসবে ছুটি থাকে। এমনকী দুর্গাপুজো, কালীপুজো, করমপুজোয় অতিরিক্ত ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। 

[আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামের শহিদ মঞ্চে ‘চোরমুক্ত’ বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘আপনিই গ্রেপ্তার হবেন’, পালটা কুণালের]

সেইসঙ্গে কিছু ছুটি নষ্টও হবে। কারণ, এই বছর দুর্গাপুজোয় অষ্টমী ও নবমী একই দিনে। সেখানে ২ দিনের বদলে একদিন মিলবে ছুটি। দোলযাত্রা আর হোলিও তাই। ফলে নষ্ট ১টি ছুটি। এছাড়া রাজ্য সরকারি কর্মীরা ঠাকুর পঞ্চানন বর্মা, রঘুনাথ মুর্মুর জন্মদিনে অন্য উৎসবের সঙ্গে মিলে যাচ্ছে। তাই ওইসব দিনগুলোর জন্য নির্ধারিত ছুটিও বাতিল।  

[আরও পড়ুন: PM Modi Degree: ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ! মোদির ডিগ্রি প্রকাশের আর্জি খারিজ গুজরাট হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement