Advertisement
Advertisement
Here is Metro time table during Durga Puja 2022

Kolkata Metro: পুজোয় মিলবে বাড়তি পরিষেবা, একঝলকে দেখে নিন মেট্রোর সময়সূচি

ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনার আগে মেট্রোর সময়সূচি দেখে নিতে ভুলবেন না।

Here is Metro time table during Durga Puja 2022 । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:September 16, 2022 6:06 pm
  • Updated:September 16, 2022 6:41 pm  

নব্যেন্দু হাজরা: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। চলছে কেনাকাটি। পুজোর প্ল্যানিংয়েও ব্যস্ত উৎসবপ্রিয়রা। উৎসবে বেড়ানোর পরিকল্পনা করার আগে জেনে নিন মেট্রো পরিষেবার সময়সূচি।

পঞ্চমী ও ষষ্ঠী:
পঞ্চমী এবং ষষ্ঠীতে আপ ও ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি মেট্রো চলবে।
সকাল ৮টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮টা: দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
সকাল৮.০৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮.১০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো

Advertisement

এই দু’দিন রাতে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ছে।

রাত ১০.৩০মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো।

[আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার ৫ দিনের সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়]

সপ্তমী, অষ্টমী ও নবমী:
সপ্তমী থেকে নবমী পর্যন্ত আপ এবং ডাউনে ১২৪টি করে ২৪৮টি মেট্রো চলবে।
এই তিনদিন দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।

সপ্তমী-নবমী পর্যন্ত ভোর চারটে পর্যন্ত পাওয়া যাবে শেষ মেট্রো।
রাত ৩টে ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ৩টে ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো।

দশমী
দশমী আপ এবং ডাউন লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে।
দুপুর ১টায় শুরু হবে দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।

রাত ৯টা ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ মেট্রো।
রাত ৯টা ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০টা: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০টা: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে।

একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউনে ১১৭ জোড়া করে মোট ২৩৪টি মেট্রো চলবে।

[আরও পড়ুন: দৈর্ঘ্য ও প্রস্থে মাত্র ১ ফুট, আমেরিকা পাড়ি দিচ্ছে নদিয়ার শিল্পীর হাতে তৈরি দুর্গা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement