Advertisement
Advertisement
লকডাউন

কলকাতার কোন কোন জায়গায় ফের জারি হচ্ছে কড়া লকডাউন? একনজরে দেখে নিন তালিকা

বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে জারি হবে লকডাউন।

Here are list of 25 containment zones of Kolkata
Published by: Sayani Sen
  • Posted:July 8, 2020 7:26 pm
  • Updated:July 8, 2020 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই রোখা যাচ্ছে না করোনা (Coronavirus) সংক্রমণ। আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে সংক্রমণের নিরিখে যেন নিজেই নিজের রেকর্ড ভাঙছে মারণ ভাইরাস। তাই আবারও বেশ কয়েকটি জায়গায় কড়া লকডাউনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। কিন্তু কলকাতায় ঠিক কোন কোন জায়গায় জারি হবে লকডাউন, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই শহরবাসীর কথা ভেবে সেই ২৫টি জায়গার তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে তালিকাটি প্রকাশ করা হয়। তাতেই জানা গিয়েছে ওই ২৫টি জায়গার নাম। সেগুলি হল, কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের মতিলাল বসাক লেন, ৭৪ নম্বর ওয়ার্ডের আলিপুর রোড, জাজেস কোর্ট, ৭০ নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোড, চক্রবেড়িয়া রোড, ৩১ নম্বর ওয়ার্ডের কাঁকুড়গাছি, ১৩ নম্বর ওয়ার্ডের আরিফ রোড, অধর চন্দ্র দাস লেন, ১০৯ নম্বর ওয়ার্ডের পূর্বলোক, ৯০ নম্বর ওয়ার্ডের শরৎ ব্যানার্জী রোড, ২৭ নম্বর ওয়ার্ডের হরিপাল লেন, ১৩ নম্বর ওয়ার্ডের জওহরলাল দত্ত লেন (দত্তবাগান), ৭৪ নম্বর ওয়ার্ডেও কড়া লকডাউন জারি করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন লকেট, লক্ষণ দেখা দিলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ সাংসদের]

এছাড়াও সেই তালিকায় রয়েছে ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়, ৬৭ নম্বর ওয়ার্ডের ডঃ জিএস বোস রোড, ৩৮ নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন সরণি, ১০৯ নম্বর ওয়ার্ডের সম্মিলনী পার্ক, ১৩ নম্বর ওয়ার্ডের উল্টোডাঙা মেন রোড, ৩৩ নম্বর ওয়ার্ডের ত্রাণকৃষ্ণ নস্কর লেন ক্রসিং চালপট্টি রোড, ৬৭ নম্বর ওয়ার্ড, ১২৩ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া হাইস্কুল থেকে ৪৬/১ ভূবনমোহন রায় রোড, ১২৪ নম্বর ওয়ার্ডের ৫১ প্রগতি পল্লি থেকে ২৪৫ সি এমজি রোড, ২৫ নম্বর ওয়ার্ডের বলরাম দে স্ট্রিট, ৬০ নম্বর ওয়ার্ডের সুন্দরীমোহন অ্যাভিনিউ ক্রসিং থেকে বৈদ্যপীঠ স্কুল। কলকাতার এই ২৫টি জায়গায় বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে জারি হবে লকডাউন। আগামী ৭ দিন এই এলাকার বাসিন্দাদের মানতে হবে সমস্ত নিয়মকানুন। নইলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

[আরও পড়ুন: ‘সংবাদমাধ্যম কনটেনমেন্ট জোন নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে’, ক্ষোভপ্রকাশ মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement