Advertisement
Advertisement

আজও দিনভর বৃষ্টির শঙ্কা, ফের নিম্নচাপের ভ্রুকুটি

দুশ্চিন্তার ভাঁজ রাজ্য প্রশাসনের কর্তাদের কপালে৷

Heavy Rainfall in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 9:33 am
  • Updated:September 4, 2016 9:33 am  

স্টাফ রিপোর্টার: বাংলার আকাশে হাজির ঘূর্ণাবর্ত৷ সঙ্গে নিম্নচাপের আশঙ্কা৷ তবে তা বাস্তব হবে কি না বোঝা যাবে আজ দুপুরের মধ্যে৷ এমনটাই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা৷ তবে ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘন্টায় দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সপ্তাহ দু’য়েক আগের নিম্নচাপ আর ব্যারেজগুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া, হুগলি, বর্ধমান ও হাওড়া-সহ একাধিক জেলায়৷ সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি৷ ফলে দুশ্চিন্তার ভাঁজ রাজ্য প্রশাসনের কর্তাদের কপালে৷

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়৷ ধীরে ধীরে সেটি আরও ঘনীভূত হচ্ছে৷ ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হলে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷ ঘূর্ণাবর্তের জেরে এদিন সকাল থেকে বৃষ্টি হয় কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও৷ রবিবার দিনভর দুই বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷ সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরই সতর্ক করে দেওয়া হয়েছে সেচ দফতরের আধিকারিকদের৷ তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও৷ জেলা প্রশাসনগুলিকেও সতর্ক করা হয়েছে৷ সেচ দফতরের আধিকরিকদের ছুটি বাতিল করা হয়েছে৷ পরিস্থিতির দিকে ২৪ ঘন্টা নজর রাখতে বলা হয়েছে৷

আবহাওয়াবিদদের দাবি, এখনও সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু৷ তার জেরে শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিক বর্ষার বৃষ্টি হয়েছে৷ বর্ষা বিদায় নিতে আরও বেশ কিছুদিন৷ সাধারণত বর্ষা বিদায় নেওয়ার আগে বেশ কয়েকটা নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে৷

ইতিমধ্যেই জেলায় জেলায় বাঁধগুলিতে নজরদারির কাজ শুরু হয়ে গিয়েছে৷ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় প্রতিটি নদীবাঁধেই ২৪ ঘন্টার টহলদারির ব্যবস্থা রয়েছে৷ জলাধারগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি৷ এদিন দুপুর থেকে টানা বৃষ্টির জেরে উত্তর কলকাতার একাধিক জায়গায় জল জমে যায়৷ মাত্র তিন ঘণ্টায় শহরে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement