Advertisement
Advertisement

প্রতিপদের সকালেই রাজ্যজুড়ে বর্ষণ, পুজোতে বাড়ছে বৃষ্টির আশঙ্কা

মণ্ডপ নিয়ে আশঙ্কায় পুজো উদ্যোক্তারা।

Heavy rain hits kolkata on sunday morning
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 29, 2019 9:18 am
  • Updated:September 29, 2019 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বাভাস সত্যি করে প্রতিপদের সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। জলে থইথই কলকাতা। একই হাল দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির। রবিবার ভোররাত থেকেই এক নাগাড়ে শুরু হয়েছে বৃষ্টি। কার্যত জলের নিচে শহর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার নাগাদ ফের নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। সেক্ষেত্রে গোটা পুজোই ভাসাতে পারে বৃষ্টি।

[আরও পড়ুন: যুদ্ধজয়ের পর প্রতিষ্ঠিত, দেবীপক্ষে বাস্তবের ‘উমা’দের সম্মান পুরুলিয়া জেলা প্রশাসনের]

বৃষ্টি মাথায় নিয়েই দেবীপক্ষের সূচনা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোনও অংশ। একে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিমে রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের জোড়া ফলায় বৃষ্টি এখনও বিরাজ করছে বঙ্গে। ফলে পুজোয় বৃষ্টি হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবওহাওয়া দপ্তর। রবিবার ভোর থেকেই বৃষ্টির জেরে রাস্তাঘাট জলমগ্ন। যান চলাচল স্বাভাবিকের থেকে অনেকটাই কম। রীতিমতো ঘরবন্দি মানুষ।

Advertisement

এই বৃষ্টির জেরে স্বাভাবিকভাবেই মেঘ জমেছে পুজো উদ্যোক্তাদের মগজে। হিসেব মতো হাতে আর সময় নেই। অনেক পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে। কোনও কোনও মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি, কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। নিঃশ্বাস ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। এই পরিস্থিতিতে একটানা বৃষ্টিতে প্রবল সমস্যার আশঙ্কা করছেন সকলেই। সেইসঙ্গে পুজোর আগে শেষ রবিবার মানেই কেনাকেটা। বৃষ্টি যে সেখানেও বাধ সাধবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু পুজোর ৪ দিনও কি একই হাল থাকবে আকাশের? সেই আশঙ্কায় বঙ্গবাসী।

[আরও পড়ুন: পুজোর বোনাসেই ক্যানসারের চিকিৎসা, আক্রান্ত ছাত্রীর পাশে একদল যুবক-যুবতী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement