সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ভারী (Second Hooghly Bridge) পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। আগামী ৮ মাস জারি থাকবে এই নিষেধাজ্ঞা। কারণ, সেতুর বিভিন্ন অংশের মেরামতি চলবে। ফলে ভারী গাড়ি চলবে বিকল্প রাস্তা ধরে। কোন রুটে চলবে গাড়ি, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্দর ছাড়া পশ্চিম দিক গামী পণ্যবাহী অন্যান্য ভারী গাড়ি যেগুলি ডিএল খান রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে। হাসপাতাল রোড থেকে গাড়িগুলিকে কেপি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, এসপ্ল্যানেড রো ইস্ট, ধর্মতলা ক্রসিং, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা ব্রিজ, বি টি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু হয়ে হাওড়া পৌঁছবে।
অন্যদিকে এজেসি বোস রোড থেকে এক্সাইড মোড় দিয়ে বিদ্যাসাগর সেতুগামী ভারী পণ্যবাহী গাড়িগুলি চলাচল করবে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলা মোড়, সি আর অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা ব্রিজ, বি টি রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কলকাতা বন্দর থেকে বিদ্যাসাগর সেতু গামী পণ্যবাহী গাড়িগুলিতে ক্লাইভ রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কে পি রোড থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়ি ঘোরানো হবে হেস্টিংস ক্রসিং দিয়ে। ফলে শ্যামবাজার, বি টি রোডে গাড়ির চাপ বাড়বে।
গত কিছুদিন ধরে সেতুর রাস্তা অসমান হয়ে পড়েছিল। চাপ বাড়ছিল এক্সপ্যানশন জয়েন্টে। ফলে সেতু ধরে রাখা ইস্পাত ফাইবারের টেনশন কেবলের উপর চাপ বাড়ছে। সেই সমস্ত দিকগুলির মেরামতির জন্য ১ নভেম্বর থেকে বিদ্যাসাগর সেতুতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.