Advertisement
Advertisement

Breaking News

Health update of CM Mamata Banerjee

Mamata Banerjee: আঘাত লাগার পর কেটেছে ২৪ ঘণ্টা, কেমন আছেন মুখ্যমন্ত্রী?

উত্তরবঙ্গ থেকে ফেরার পথে পায়ে, কোমরে চোট লাগে মুখ্যমন্ত্রীর।

Health update of CM Mamata Banerjee after injury in helicopter
Published by: Paramita Paul
  • Posted:June 28, 2023 9:03 pm
  • Updated:June 28, 2023 9:03 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টার। যার জেরে তাঁর কোমর ও পায়ের লিগামেন্টে চোট লাগে। এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। আপাতত কালীঘাটের বাড়িতেই চিকিৎসাধীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে কেমন আছেন তিনি?

বুধবার বিকেলে এসএসকেএমের ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান চিকিৎসক রাজেশ প্রামাণিক তাঁকে দেখতে কালীঘাটের বাড়িতে যান। সঙ্গে ছিলেন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পিজি থেকে ফিজিওথেরাপিস্টও গিয়েছিলেন। প্রায় দু’ঘণ্টা ফিজিওথেরাপি করানো হয় মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে,মুখ্যমন্ত্রীর বাঁ হাটু ও হিপ জয়েন্টের লিগামেন্টের চোটের ব্যথা অল্প কমেছে । তবে আপাতত বিশ্রামেই থাকবেন। এখন প্রতিদিন পর্যবেক্ষণে থাকবেন মমতা। চলবে ফিজিওথেরাপিও।

Advertisement

[আরও পড়ুন: বদ্রীনাথ মন্দিরের ত্রিসীমানায় নমাজ নয়, ৪০ কিমি দূরে ইদ পালনের নির্দেশ প্রশাসনের]

জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় পা ও কোমরে চোট পান মমতা (Mamata Banerjee)। কলকাতায় ফিরে নিজের গাড়িতে চেপেই বিমানবন্দর থেকে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে ঢোকার পথে হুইলচেয়ার ফিরিয়ে দিলেও তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তাঁর হাঁটার সমস্যা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। এরপরই চোটের স্থানে MRI হন তাঁর। সন্ধেয় মেডিক্য়াল বুলেটিনে এসএসকেএমের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পায়ের আরও কিছু অংশে লেগেছে। হিপ জয়েন্টে লিগামেন্টে আঘাত রয়েছে। আর সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভোটের আবহে হাসপাতালে ভরতি হতে নারাজ মুখ্যমন্ত্রী। প্রাথমিক ভাবে যতটা শুশ্রূষার পর বাড়ি ফিরে যান তিনি।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর থাকা-খাওয়ার ন্যূনতম ব্যবস্থা করতে হবে কমিশনকেই: হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement