Advertisement
Advertisement

Breaking News

Bird Flu

দেশজুড়ে বার্ড ফ্লুর আতঙ্ক, রাজ্যেও জারি সতর্কতা, মানতে হবে এই নিয়মবিধি

ডিম-মাংস রান্নার পদ্ধতি নিয়েও সতর্ক করল প্রশাসন।

Health Department of Bengal alerts districts administration over Bird Flu | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 11, 2021 2:22 pm
  • Updated:January 11, 2021 4:48 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: কথায় আছে, একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! ২০২১-এর শুরুতেই কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। করোনার বিলিতি স্ট্রেনের আতঙ্কের মাঝেই বার্ড ফ্লু-তে (Bird Flu) কাবু দেশের সাত রাজ্য। বরাতজোরে বাংলায় (Bengal) এখনও পাখির মড়ক শুরু হয়নি। তবে বিপদ এড়াতে আগেভাগেই সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর। তাই বার্ড ফ্লু নিয়ে জেলাগুলিকে আগাম সতর্কবার্তা পাঠানো হল সোমবার।

হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি-সহ সাত রাজ্যে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে এই এভিয়ান ভাইরাস (H5N1)। প্রতিদিন শ’য়ে শ’য়ে পাখির মৃত্যু হচ্ছে। তবে এই ভাইরাস যাতে পাখি বা পশুদের থেকে মানুষের মধ্যে না ছড়ায় তার দিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, মূলত শ্বাসনালির মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এবার এই সংক্রমণ নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তরও।

Advertisement

[আরও পড়ুন : বিবেকানন্দের জন্মদিনেও ‘রাজনীতি’? শুভেন্দুর মিছিলের পালটা কর্মসূচি ঘোষণা অভিষেকের]

বার্ড ফ্লু নিয়ে একগুচ্ছ নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। জেলাগুলিকে সতর্ক করে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে,

  • রাস্তায় কোনও মৃত পাখি পড়ে থাকলে স্পর্শ করা চলবে না।
  • কোনও পাখিকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখলেও ছোঁয়া যাবে না। খবর দিতে হবে জেলা স্বাস্থ্যকর্তা বা ব্লক স্বাস্থ্য আধিকারিককে।
  • খামারে কড়া নজর রাখবেন পোলট্রি মালিকরা।
  • কোনও হাঁস-মুরগি অসুস্থ হয়ে পড়লে, শ্বাসকষ্টের সমস্যা হলে অথবা ঝিমুনিভাব লক্ষ্য করা গেলে বাকি পাখিদের থেকে তাকে আলাদা করতে হবে
  • এই কাজ করার সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
  • শিশুদের পোলট্রি থেকে দূরে রাখতে হবে।
  • মাংস জাতীয় খাবার অনেকক্ষণ ধরে ফুটিয়ে, ভাল করে সেদ্ধ করে খেতে হবে।
  • ডিম থেকে তেমন কোনও সমস্যা হয় না। তবু ভাল করে সেদ্ধ করে খেতে হবে।

যদিও বার্ড ফ্লু থেকে দেশে কোনও মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ রাজ্যেও বার্ড ফ্লু এখনও থাবা বসায়নি। তবু আগেভাগেই রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলছে স্বাস্থ্যদপ্তর।

[আরও পড়ুন : সারমেয়দের ভালবেসে মেয়াদের ১০ বছর আগেই চাকরি ছাড়ছেন রেলকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement