স্টাফ রিপোর্টার: রাজ্যে উন্নতমানের পরিকাঠামো যুক্ত সরকারি হাসপাতালের অভাব নেই। অনেক বেসরকারি হাসপাতালের থেকেও উন্নত পরিষেবা মেলে সেখানে। তা সত্ত্বেও অস্থি অস্ত্রোপচার অথবা পথ দুর্ঘটনায় অস্থি চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালেই বেশি ভিড় জমান রোগীরা। বস্তুত, স্বাস্থ্যসাথী প্রকল্পকে হাতিয়ার করেই বেসরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসা হয়। এবার এমন নিয়মের বদল চাইছে স্বাস্থ্য ভবন।
মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে যাতে অস্থি অস্ত্রোপচার বেশি হয়, তার উদ্যোগ নিয়ে বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবার চিকিৎসা নিয়মে বদল আনা হয়েছে। নতুন নির্দেশে বলা হয়েছে, দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে আনতে হবে রোগীকে। জমা দিতে হবে দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি নথি। তবেই বেসরকারি হাসপাতাল থেকে মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করানোর সুবিধা। অর্থাৎ দুর্ঘটনায় জখম ব্যক্তিকে আগে সরকারি হাসপাতালে দেখিয়ে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে, তারপর যেতে হবে বেসরকারি হাসপাতালে।
উল্লেখ্য, জেলা স্তরের প্রায় সব সরকারি হাসপাতালে অস্থি চিকিৎসা অথবা অস্ত্রোপচারের যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে। আছেন অভিজ্ঞ চিকিৎসকও। সেই কারণে বেসরকারি হাসপাতালে রোগীকে নিয়ে আসার সুযোগ থাকবে না বললেই চলে। ফলত, সরকারি হাসপাতালেই চিকিৎসা হবে। সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের তরফে সরকারের পোর্টালে আগে থেকে নথিভুক্ত অর্থোপেডিক সার্জেন ছাড়া অন্য কেউ অপারেশন করতে পারবেন না। কারণ তালিকার বাইরে থাকা সার্জেন অস্ত্রোপচার করলে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন সংশ্লিষ্ট রোগী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.