Advertisement
Advertisement
আনন্দলোক

রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ, আনন্দলোক হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

হাসপাতালের সম্পত্তি বিক্রি করে রোগীর পরিবারকে টাকা আদায়ের নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান।

Health commission ordered to close Anandalok hospital
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 19, 2020 6:18 pm
  • Updated:August 19, 2020 6:18 pm  

অভিরূপ দাস: স্বাস্থ্য কমিশনের নির্দেশ মেনে রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারেনি আনন্দলোক হাসপাতাল (Anandalok Hospital)। সেই কারণেই ওই হাসপাতালের সমস্ত শাখা বন্ধ করে দেওয়ার নির্দেশ নিলেন কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি, রোগীর পরিবারকে হাসপাতালের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করতে বলা হয়েছে বলেই খবর।

ঘটনার সূত্রপাত ১ বছর আগে। একটি রোগী মৃত্যুর ঘটনায় আনন্দলোক হাসপাতালের জরিমানা ধার্য হয়েছিল। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান হাসপাতালকে নির্দেশ দিয়েছিলেন যে, রোগীর পরিবারকে ৩ লক্ষ টাকা দিতে হবে। সম্প্রতি হাসপাতালের তরফে জানানো হয় যে, তাঁদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাঁরা ১ লক্ষ টাকা দিতে পেরেছেন। এরপরই কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যভবনকে আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখা বন্ধের নির্দেশ দেন।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বভারতী কাণ্ডে জোড়াসাঁকোয় মিছিল যুব মোর্চার, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিজেপি সাংসদের]

সূত্রের খবর, রোগীর পরিবারকে স্বাস্থ্য কমিশনের তরফে বলা হয়েছে, হাসপাতালের সম্পত্তি বিক্রি করে বকেয়া ২ লক্ষ টাকা আদায় করতে। যদিও এ বিষয়ে রোগীর পরিবারের সদস্যদের সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: গঙ্গার ভাঙনে ঘরছাড়া মুর্শিদাবাদের বহু পরিবার, পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ খগেন মুর্মু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement