স্টাফ রিপোর্টার: ঋত্বিক ঘটকের সিনেমা প্রদর্শন বন্ধ করার খবর নিয়ে দলীয় মুখপত্রে সিপিএমের মিথ্যা প্রচার সামনে চলে এল। গত মঙ্গলবার সিপিএমের দলীয় মুখপত্রে খবর প্রকাশিত হয়, ঋত্বিক ঘটকের ‘আমার লেনিন’ সিনেমাটি প্রদর্শন হওয়ার কথা ছিল নাকতলা হাই স্কুলে। কিন্তু তা হুমকি দিয়ে বন্ধ করেছে তৃণমূল। সিপিএমের এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ করলেন নাকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক। তাঁকে ও তৃণমূল কাউন্সিলরকে জড়িয়ে দলীয় মুখপত্রে সিপিএম যেভাবে মিথ্যা প্রচার করেছে তা নিয়ে সরব শুধু স্কুলের প্রধান শিক্ষকই নন, স্থানীয়রাও।
সিপিএমের মুখপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি নাকতলা এলাকায় ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘সেতু’-র তরফে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় নাকতলা হাই স্কুলে ‘আমার লেনিন’ ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বাহিনী। ছবির প্রদর্শন বন্ধ রাখতে নাকি স্কুলের প্রধান শিক্ষককে হুমকিও দেওয়া হয়েছে।
সিপিএমের মুখপত্রে প্রকাশিত এই খবরেরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অতীন দাস। অতীনবাবু সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকার দপ্তরে ইমেলে প্রতিবাদ পত্র পাঠিয়ে জানিয়েছেন, এই সংবাদটি নিয়ে কয়েকটি বিভ্রান্তি তিনি তুলে ধরেছেন। নাকতলা হাই স্কুলের নাম ও প্রধান শিক্ষকের বক্তব্য বলে সিপিএমের মুখপত্রে প্রকাশিত খবরে যা উল্লেখ করা হয়েছে সেগুলি নিয়েই তিনি প্রতিবাদ করেছেন। স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, ‘হঠাৎ বেঁকে বসা’ ইত্যাদি অনেক কথা এসেছে রিপোর্টে। কিন্তু সিপিএমের মুখপত্রের কোনও প্রতিনিধি তাঁর সঙ্গে যোগাযোগই করেননি।
অতীনবাবু আরও জানান, এই বিষয়টি নিয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় পুর প্রতিনিধি তাঁকে কোনও নির্দেশ পাঠাননি। তাঁর সঙ্গে কোনও কথাই হয়নি। প্রতিবাদপত্রে প্রধান শিক্ষক আরও বলেন, নাকতলা হাই স্কুল সুযোগ্যভাবে পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন। লক্ষ লক্ষ স্থানীয় মানুষ, প্রাক্তন ছাত্র, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষাকর্মী সেটা মনে করেন। বিভিন্ন স্থানীয় স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ছুটির পর অনুষ্ঠানের জন্য বিনামূল্যে একটি ঘর ব্যবহার করতে দেওয়ার রীতি চলে আসছে দীর্ঘদিন। একে কেন্দ্র করে রাজনীতি, নিজেদের প্রচারের সস্তা সুযোগের পরিস্থিতি এই প্রথম। রাজনৈতিক মহল মনে করছে, নাকতলা হাই স্কুলে ঋত্বিক ঘটকের ছবির প্রদর্শন বন্ধ করে হুমকি নিয়ে সিপিএম যে প্রচার করছে, তা সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক স্বার্থেই করা হয়েছে। প্রধান শিক্ষকের প্রতিবাদপত্র থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.