Advertisement
Advertisement

Breaking News

মেয়র নির্বাচনে স্থগিতাদেশ জারির আরজি খারিজ হাই কোর্টের

সংশোধিত পুর আইন নিয়ে শুনানি চলবে আদালতে৷

HC refuses to stay Mayor election
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 30, 2018 6:46 pm
  • Updated:November 30, 2018 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া পুর আইন নিয়ে শুনানি চলবে৷ তবে মেয়র নির্বাচনে স্থগিতাদেশের আরজি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর৷ এদিকে রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছে বিজেপি৷

[উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে]

Advertisement

বিধায়ক হওয়ার সুবাদে মন্ত্রী হয়েছিলেন৷ আবার কলকাতা পুরসভার কাউন্সিলরও ছিলেন৷ তাই শোভন চট্টোপাধ্যায়ের মেয়র হওয়া নিয়ে প্রশ্ন ওঠেনি৷ সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ ৩ ডিসেম্বর মেয়র পদে নির্বাচন৷ শাসকদলের প্রার্থী পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সংখ্যার বিচারে তাঁর জয় নিয়ে সংশয় নেই৷ কিন্তু সমস্যা ছিল অন্যত্র৷ পুরানো পুর আইনে কাউন্সিল নন, এমন কাউকে মেয়র করার সংস্থান ছিল না৷ ফিরহাদ হাকিম প্রাক্তন কাউন্সিলর৷ পুর আইনে সংশোধনী বিল পাশ হয়ে গিয়েছে বিধানসভায়৷ রাজ্যের অ্যান্টনি জেনারেলের সঙ্গে আলোচনা করে বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও৷ সংশোধিত পুর আইন অনুয়ায়ী, কাউন্সিলর না হয়েও কলকাতা পুরসভার মেয়র হওয়া যাবে৷ তবে শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাউন্সিলর নির্বাচিত হতে হবে৷

কলকাতা পুরসভার সংশোধিত আইনকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছেন বিরোধী দলের এক কাউন্সিলর৷ মেয়র নির্বাচনও স্থগিতের আরজি জানিয়েছেন তিনি৷ শুক্রবার মামলাটির শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে৷ মেয়র নির্বাচনে স্থগিতাদেশের আরজি খারিজ করে দিয়েছে আদালত৷ তবে সংশোধিত পুর আইন নিয়ে শুনানি চলবে৷ মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর৷ সেক্ষেত্রে ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক নির্বাচনের পরেও ভাবী মেয়র ফিরহাদ হাকিমের ভাগ্য নির্ভর করবে হাই কোর্টের রায়ের উপরই৷

[ গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন? আইনজীবী মৃত্যুতে নয়া মোড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement