Advertisement
Advertisement

তপন দত্ত হত্যা মামলায় ফের বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের

বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে বলে জানানো হয়৷

HC junks lower court verdict on Tapan Dutta murder case, orders re-investigation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2017 10:01 am
  • Updated:December 16, 2019 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালির তপন দত্ত হত্যা মামলায় হাওড়া আদালতের রায়কে খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি মুমতাজ খান সোমবার হাওড়া আদালতের রায়কে সমালোচনা করে বলেছেন, “ওই রায়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে গুরুত্ব দেওয়া হয়নি৷ ফলে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে৷ নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে৷”

[বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করছেন CMERI-এর গবেষকরা]

উল্লেখ্য, তপন দত্ত হত্যা মামলায় জড়িত পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল হাওড়া আদালত৷ সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত৷ এদিন ছিল মামলার শুনানি৷ দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, “ভুলে ভরা ছিল রায়৷” এদিনের রায়ের ফলে নয়া মোড় নিল এই মামলা৷

Advertisement

[‘মোদির নেতৃত্বেই নজিরবিহীন উন্নয়নের পথে চলেছে ভারত’]

২০১১ সালের ৬ই মে খুন হন পরিবেশকর্মী বালির বাসিন্দা তপন দত্ত৷ অভিযোগ ওঠে তৃণমূলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ প্রতিমাদেবীর করা এফআইআর-এ নাম ছিল রাজ্যের মন্ত্রীর অরূপ রায়েরও৷ যদিও তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়৷

[শনাক্ত করতে জুড়তে হয়েছিল লাদেনের ছিন্নভিন্ন মাথা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement