সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালির তপন দত্ত হত্যা মামলায় হাওড়া আদালতের রায়কে খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি মুমতাজ খান সোমবার হাওড়া আদালতের রায়কে সমালোচনা করে বলেছেন, “ওই রায়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে গুরুত্ব দেওয়া হয়নি৷ ফলে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে৷ নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে৷”
উল্লেখ্য, তপন দত্ত হত্যা মামলায় জড়িত পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল হাওড়া আদালত৷ সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত৷ এদিন ছিল মামলার শুনানি৷ দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, “ভুলে ভরা ছিল রায়৷” এদিনের রায়ের ফলে নয়া মোড় নিল এই মামলা৷
২০১১ সালের ৬ই মে খুন হন পরিবেশকর্মী বালির বাসিন্দা তপন দত্ত৷ অভিযোগ ওঠে তৃণমূলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ প্রতিমাদেবীর করা এফআইআর-এ নাম ছিল রাজ্যের মন্ত্রীর অরূপ রায়েরও৷ যদিও তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.