Advertisement
Advertisement
Hawker Eviction

হকার উচ্ছেদের নামে অত্যাচার! জল গড়াল কলকাতা হাই কোর্টে

আইনজীবীর দাবি, দখলদার উচ্ছেদে আইনি পদ্ধতি মানা হচ্ছে না।

Hawker Eviction: Lawyer approaches Calcutta HC against police as they displacing hawkers
Published by: Paramita Paul
  • Posted:June 27, 2024 11:36 am
  • Updated:June 27, 2024 1:02 pm

গোবিন্দ রায়: মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই রাজ্যজুড়ে হকার উচ্ছেদে তৎপর পুলিশ। রাজ্য়ের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ চলছে। এবার সেই প্রক্রিয়া রুখতে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। মামলাকারীদের দাবি, গত দুদিন ধরে কলকাতা শহর ও আশপাশে হকার উচ্ছেদের নামে যেভাবে পুলিশ অত্যাচার করছে। তা রুখতেই মামলা।

আইনজীবীর দাবি, দখলদার উচ্ছেদে আইনি পদ্ধতি মানা হচ্ছে না। নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশের এই বর্বরতা বন্ধ হোক। অভিযোগ, গত দুদিন ধরে পুলিশ সর্বত্র যেভাবে হকারদের উপর ঝাঁপিয়ে পড়ছে, মারধর করছে, তাতে কে বৈধ আর কে নয়, সেসব দেখা হচ্ছে না। এই মন্তব্যের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, এটা কোনও একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয়। তাই এটা জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত। মামলা করতে হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন।

Advertisement

[আরও পড়ুন: বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে সুখবর! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে ভিজবে বাংলা]

প্রসঙ্গত, লোকসভা ভোটের পর্ব মিটতেই সোমবার নবান্নে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে জমি জবরদখল, হকার সমস্যা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি। আমলা, পুলিশ কেউ রেহাই পাননি। এর পরই হকার উচ্ছেদে নামে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান চলছে। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বৃহস্পতিবার এনিয়ে ফের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে পুরো বিষয়টির জল গড়াল আদালতে। 

[আরও পড়ুন: ইডিকে মারধরের মামলায় জামিন আরও ২ শাহজাহান অনুগামীর, হবে জেলমুক্তি?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement